ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

রূপালী ব্যাংকের নতুন উদ্যোগ: বিকাশে সরাসরি রেমিট্যান্স

২০২৫ সেপ্টেম্বর ২৯ ১৯:১২:৪৭

রূপালী ব্যাংকের নতুন উদ্যোগ: বিকাশে সরাসরি রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেড প্রবাসীদের জন্য নতুন সুযোগের দ্বার উন্মোচন করেছে। এখন থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসী বাংলাদেশিরা রূপালী ব্যাংকের চুক্তিবদ্ধ এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা যেকোনো সময়ে সরাসরি তাদের প্রিয়জনের বিকাশ হিসাবে রেমিট্যান্স জমা করতে পারবেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ব্যাংকের দিলকুশাস্থ প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই সুবিধার উদ্বোধন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী মো. ওয়াহিদুল ইসলাম অনুষ্ঠানের উদ্বোধন করেন।

উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন বিকাশের বাণিজ্যিক বিভাগের প্রবাসী আয় শাখার প্রধান মোহাম্মদ জাহিদুল আহসান এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তানভীর মাহমুদ। তারা জানান, নতুন এই সেবা চালুর ফলে প্রবাসীরা মুহূর্তেই তাদের কষ্টার্জিত অর্থ প্রিয়জনের হাতে পৌঁছে দিতে পারবেন।

রূপালী ব্যাংক এবং বিকাশের যৌথ উদ্যোগে চালু হওয়া এই ডিজিটাল রেমিট্যান্স সেবা দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। রেমিট্যান্স প্রবাহের মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভ যেমন বাড়বে, তেমনি প্রবাসীরা পাবেন ঝামেলামুক্ত নিরাপদ সেবা।

এসময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর এবং মো. হারুনুর রশীদসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ, মোহাম্মদ সাফায়েত হোসেন, সালামুন নেছা, মো. মনিরুল হক, মহাব্যবস্থাপক ও চীফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকার এবং রেমিট্যান্স বিভাগের প্রধান এ কে এম জাকির হোসেনও অনুষ্ঠানে অংশ নেন।

রূপালী ব্যাংকের এই উদ্যোগকে প্রবাসীদের আর্থিক সেবায় যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কর্মকর্তারা মনে করছেন, এতে করে প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহ আরও গতিশীল হবে এবং প্রবাসীরা আগের চেয়ে বেশি স্বাচ্ছন্দ্যে অর্থ দেশে পাঠাতে পারবেন।

এএসএম/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত