ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

ভারত-পাকিস্তানের খেলায় ক্রিকেটের চেয়ে রাজনৈতিক উত্তাপ বেশি

২০২৫ সেপ্টেম্বর ২৯ ১৩:২০:১০

ভারত-পাকিস্তানের খেলায় ক্রিকেটের চেয়ে রাজনৈতিক উত্তাপ বেশি

স্পোর্টস ডেস্ক: দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়া ম্যাচ শুধু খেলাধুলার রোমাঞ্চই তৈরি করেনি, বরং রাজনৈতিক উত্তেজনারও জন্ম দিয়েছে। ভারতের জয়ী হওয়া ম্যাচের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্য আন্তর্জাতিক স্তরে সমালোচনার জন্ম দিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর সভাপতি মহসিন নাকভি কড়া প্রতিক্রিয়া দেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) ফাইনালে সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত পাকিস্তানকে ৫ উইকেটে হারায়। ১৪৭ রানের লক্ষ্য অর্জন করতে ভারত ১৯.৪ ওভারে পৌঁছে। তরুণ তিলক ভার্মা অপরাজিত অর্ধশতক হাঁকিয়ে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

জয়ের পর প্রধানমন্ত্রী মোদি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ক্রিকেটীয় বিজয়কে সামরিক অভিযানের সঙ্গে তুলনা করে লেখেন, “খেলার মাঠে অপারেশন সিঁদুর। ফলাফল একই – ভারত জিতেছে! অভিনন্দন আমাদের ক্রিকেটারদের।” এই স্ট্যাটাসের মাধ্যমে তিনি সাম্প্রতিক কাশ্মীর পহেলগামে ভারতের চালানো ‘অপারেশন সিঁদুর’ অভিযানকে ইঙ্গিত করেছেন।

পিসিবি সভাপতি মহসিন নাকভি মোদির মন্তব্যকে কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, “যদি যুদ্ধই তোমার গর্বের মানদণ্ড হয়, তাহলে ইতিহাস ইতিমধ্যেই পাকিস্তানের হাতে ভারতের লজ্জাজনক পরাজয়কে স্মরণ রেখেছে। কোনো ক্রিকেট ম্যাচ সেই সত্যকে মুছে দিতে পারে না। খেলায় যুদ্ধকে টেনে আনা শুধু তোমার হতাশা প্রকাশ করে এবং খেলাধুলার আসল চেতনার অবমাননা করে।”

এদিকে রাজনৈতিক উত্তাপের মধ্যেই ভারতের দল ট্রফি গ্রহণ থেকে বিরত থাকে। পিসিবি সভাপতি মহসিন নাকভি পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত থাকায় ভারতীয় দল সরাসরি ট্রফি গ্রহণ করতে এড়ায়।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত