ঢাকা, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

বাংলাদেশ ব্যাংকের লাগাম: ৩ ব্যাংকরে বেশি শরিয়াহ কমিটিতে ‘নো’

মোবারক হোসেন
মোবারক হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৫ সেপ্টেম্বর ২৯ ০৬:৫৭:৪৫

বাংলাদেশ ব্যাংকের লাগাম: ৩ ব্যাংকরে বেশি শরিয়াহ কমিটিতে ‘নো’

মোবারক হোসেন: ইসলামী ব্যাংকিংয়ে সুশাসন নিশ্চিত করা এবং তদারকি জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক একটি নতুন নিয়ম জারি করেছে। এই নিয়ম অনুযায়ী, কোনো ইসলামী চিন্তাবিদ বা আলেম একই সময়ে তিনটির বেশি ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক রোববার (২৮ সেপ্টেম্বর) একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কমিটির সদস্যদের অবশ্যই ইসলামী শিক্ষা বা স্টাডিজে কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কমিটির প্রত্যেক সদস্য মাসিক ২৫ হাজার টাকা সম্মানী এবং প্রতি বৈঠকে উপস্থিতির জন্য সর্বোচ্চ ৮ হাজার টাকা ফি পাবেন। কমিটিগুলো হয় তিনজন অথবা পাঁচজন সদস্য নিয়ে গঠিত হবে, যাদের মধ্যে একজনকে অবশ্যই চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

সদস্যদের নিয়োগের মেয়াদ সর্বোচ্চ তিন বছর হবে এবং বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন সাপেক্ষে এটি দেওয়া হবে। কাজের মূল্যায়নের পর তাদের পুনরায় নিয়োগ দেওয়া যেতে পারে, তবে একই ব্যাংকে টানা ছয় বছরের বেশি কেউ দায়িত্ব পালন করতে পারবেন না। ছয় বছর পূর্ণ হলে তাকে দুই বছরের বিরতি নিতে হবে।

বর্তমানে বাংলাদেশে ১০টি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক এবং ১৭টি প্রচলিত ব্যাংক রয়েছে, যাদের ইসলামী ব্যাংকিং উইন্ডো বা শাখা রয়েছে। এই সকল প্রতিষ্ঠানকে তাদের ব্যাংকিং কার্যক্রমে ইসলামী নীতি ও বিধান পরিপালন নিশ্চিত করার জন্য শরিয়াহ সুপারভাইজরি কমিটি গঠন ও পরিচালনা করতে হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, কিছু ইসলামী চিন্তাবিদের অতিরিক্ত সম্পৃক্ততা এবং দুর্বল তদারকির বিষয়ে গুরুতর উদ্বেগের কারণেই এই নতুন নিয়মগুলো প্রণীত হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে, একজন আলেম বা চিন্তাবিদ একই সাথে ১৭টি পর্যন্ত কমিটির সদস্য হিসেবে কাজ করছেন। নিয়ন্ত্রক সংস্থাগুলো মনে করে, এমন অভ্যাস তদারকির মানকে দুর্বল করে দেয়, কারণ অনেক সদস্যই ভালো নির্দেশনা দেওয়ার পরিবর্তে মূলত ফি সংগ্রহের জন্যই বৈঠকে অংশ নিতেন।

বাংলাদেশ ব্যাংক আশা করছে, এই নতুন বিধিনিষেধগুলো স্বাধীনতা নিশ্চিত করতে, জবাবদিহিতা বাড়াতে এবং ইসলামী ব্যাংকিংয়ের প্রতি আস্থা ফিরিয়ে আনতে সাহায্য করবে, যা দেশের আর্থিক খাতে মোট আমানতের এক-চতুর্থাংশের বেশি অংশ নিয়ন্ত্রণ করে।

এএসএম/

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতৃবৃন্দ অন্তর্বর্তী সরকারের... বিস্তারিত