ঢাকা, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

ইসলামী ব্যাংকের শরীয়াহ কমিটিতে নতুন যোগ্যতার শর্ত

২০২৫ সেপ্টেম্বর ২৮ ২২:০৩:২২

ইসলামী ব্যাংকের শরীয়াহ কমিটিতে নতুন যোগ্যতার শর্ত

আবু তাহের নয়ন: বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এখন থেকে ইসলামী ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য হতে হলে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এতদিন শুধু পরিচিত ইসলামী ব্যক্তিত্ব হলেই সম্ভব হলেও নতুন নির্দেশনায় বলা হয়েছে, সদস্যদের অবশ্যই ইসলামী শরীয়াহ বা ফিকহ বিষয়ে নির্ভরযোগ্য শিক্ষা ও জ্ঞান থাকতে হবে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এই নতুন নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, শরীয়াহ কমিটির সদস্যদের ইসলামিক ফিকহ, উসুলুল ফিকহ, ইসলামিক ইকোনমিকস বা ইসলামিক স্টাডিজ বিষয়ে উচ্চতর ডিগ্রি থাকতে হবে। এ নির্দেশনার ফলে কমিটিতে বসার প্রক্রিয়া আর শুধু ব্যাংকের সিদ্ধান্তের উপর নির্ভর করবে না; এখন শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে সদস্য মনোনয়ন দিতে হবে।

নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, শুধু ডিগ্রি যথেষ্ট নয়। শরীয়াহ কমিটির সদস্যদের ইসলামী ব্যাংকিং ও অর্থনীতিতে গবেষণা, প্রকাশনা বা সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকলে তা বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি ইসলামী ব্যাংকে কমপক্ষে ৩ জন এবং সর্বোচ্চ ৫ জন শরীয়াহ কমিটির সদস্য থাকতে পারবেন। একজন ব্যক্তি সর্বোচ্চ তিনটি ব্যাংকের শরীয়াহ কমিটিতে কাজ করতে পারবেন। টানা ৬ বছর কাজ করার পর তাকে অন্তত দুই বছর বিরতি নিতে হবে।

শরীয়াহ কমিটির কার্যক্রম আরও কার্যকর করার জন্য সদস্যদের দায়িত্বও স্পষ্ট করা হয়েছে। এখন থেকে কমিটি শুধু পরামর্শই দেবে না, ব্যাংকের শরীয়াহভিত্তিক কার্যক্রমে কোনো সমস্যা দেখলে সংশোধনের নির্দেশ দিতে পারবে। নির্দেশনা না মানলে ব্যাংক কর্তৃপক্ষকে কারণ ব্যাখ্যা করতে হবে।

নতুন নিয়ম আগামী ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। এর আগে সব ব্যাংককে তাদের শরীয়াহ কমিটি গঠনের প্রক্রিয়া নতুন নিয়মের সঙ্গে মানিয়ে নিতে হবে।

বাংলাদেশ ব্যাংকের মতে, শরীয়াহ কমিটির সদস্যদের মানোন্নয়ন হলে ইসলামী ব্যাংকিং খাতে স্বচ্ছতা, দক্ষতা এবং শরীয়াহ অনুযায়ী পরিচালনা নিশ্চিত হবে। এতে গ্রাহকের আস্থা বাড়বে এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশে ইসলামী ব্যাংকিং আরও গ্রহণযোগ্যতা পাবে।

বর্তমানে দেশে ১০টি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক এবং বেশ কয়েকটি সাধারণ ব্যাংকের ইসলামী শাখা রয়েছে। এই সব ব্যাংকে শরীয়াহ কমিটি মূলত ব্যাংকের কার্যক্রম শরীয়াহ অনুযায়ী হচ্ছে কি না তা তদারকি করে। নতুন কোনো ব্যাংকিং পণ্য চালুর জন্যও এই কমিটির অনুমোদন প্রয়োজন। তবে এত দিন সদস্য হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতার কোনো বাধ্যবাধকতা ছিল না।

এএসএম/

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ঢাবি উপাচার্যের সঙ্গে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপকের সাক্ষাৎ

ঢাবি উপাচার্যের সঙ্গে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপকের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. স্যার ওয়াল্টার বোডমার রবিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ... বিস্তারিত