ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

আরটিজেএস লেনদেনে কেন্দ্রীয় ব্যাংকের নতুন সিদ্ধান্ত

২০২৫ সেপ্টেম্বর ২৮ ১৯:১৮:৩৪

আরটিজেএস লেনদেনে কেন্দ্রীয় ব্যাংকের নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংকগুলোর তাৎক্ষণিক ও নিরাপদ পেমেন্ট ব্যবস্থা রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজেএস) লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। নতুন সময়সূচি আগামী ৫ অক্টোবর থেকে কার্যকর হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত সকল কর্মদিবসে আরটিজেএস সেবার আওতায় লেনদেন পরিচালিত হবে। সাধারণ গ্রাহকরা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লেনদেন করতে পারবেন। বৈদেশিক মুদ্রার লেনদেন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফারের জন্য সকাল ১০টা থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। বৈদেশিক মুদ্রায় আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার সকাল ১০টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত করা যাবে। এছাড়া, বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত গ্রাহক লেনদেন শুধুমাত্র অনলাইন প্ল্যাটফর্মে (ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপ, করপোরেট সল্যুশন) পরিচালিত হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গ্রাহকসেবা উন্নত করা এবং ব্যাংকিং কার্যক্রমকে আরও দ্রুত ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যেই এই সময়সূচি হালনাগাদ করা হয়েছে। সংশ্লিষ্ট সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নতুন সময়সূচি অনুযায়ী প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আরটিজেএস একটি গুরুত্বপূর্ণ পেমেন্ট ব্যবস্থা, যা সরকারি ও বেসরকারি উভয় খাতের বড় অঙ্কের লেনদেন দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন করতে সাহায্য করে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত