ঢাকা, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২
প্রান্তিক জনগোষ্ঠীদের সুসংবাদ দিল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: দাদন ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা পেতে এবার প্রান্তিক কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও নিম্ন আয়ের মানুষের জন্য স্বল্প সুদে ঋণ বিতরণের কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে প্রথমবারের মতো ঠাকুরগাঁওয়ে কৃষক-ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ও সিটি ব্যাংক পিএলসি ঠাকুরগাঁও শাখার আয়োজনে সদরের সালন্দর এলাকার ব্যুরো বাংলাদেশ হল রুমে এ অনুষ্ঠান হয়। এতে জেলার বিভিন্ন তফসিলি ব্যাংক সহযোগিতা করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার এ কে এম মতিয়ার রহমান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের মাইক্রোফাইন্যান্স ও এজেন্ট ব্যাংকিং বিভাগের ডিএমডি কামরুল মেহেদী এবং বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মো. শামীম আল মামুন।
জানা গেছে, জেলার মোট ৫৬ জন প্রান্তিক গ্রাহকের হাতে ৯৩ লাখ ৬০ হাজার টাকার ঋণ তুলে দেওয়া হয়। মাত্র ৭ শতাংশ সুদে এই ঋণ প্রদান করা হচ্ছে কৃষক, ভূমিহীন, ক্ষুদ্র ব্যবসায়ী ও নিম্ন আয়ের মানুষদের জন্য।
ঋণগ্রহীতারা জানান, স্বল্প সুদে ব্যাংক ঋণ পাওয়া তাদের জন্য বড় আশীর্বাদ। এতে দাদন ব্যবসায়ী কিংবা এনজিও ঋণের উচ্চ সুদে জড়িয়ে পড়তে হচ্ছে না। তারা বলেন, সাত শতাংশ সুদে এই অর্থ পরিশোধ করা সহজ হবে এবং ব্যবসায় লোকসান এড়ানো সম্ভব হবে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, দাদন ব্যবসায়ীদের কবল থেকে প্রান্তিক জনগণকে রক্ষা করতেই ৭৫০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু করা হয়েছে। এর আওতায় দশ, পঞ্চাশ, একশ টাকার হিসাবধারী প্রান্তিক কৃষক, স্কুল ব্যাংকিং গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা সুবিধাভোগী হবেন। এ কর্মসূচির প্রথম প্রকাশ্য ঋণ বিতরণ অনুষ্ঠানটি আয়োজনের দায়িত্বে ছিল ঠাকুরগাঁওয়ের সিটি ব্যাংক।
অতিথিরা বলেন, বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠী আর্থিকভাবে স্বাবলম্বী হবে। পাশাপাশি দাদন ব্যবসায়ীদের খপ্পরে না পড়ে ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে ঋণ গ্রহণের সুযোগ তৈরি হলো।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ বনাম পাকিস্তান,সরাসরি দেখবেন যেভাবে
- এশিয়া কাপ: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, সরাসরি দেখবেন যেভাবে
- উৎপাদন বন্ধ ৩০ কোম্পানির তালিকা প্রকাশ করেছে ডিএসই
- তালিকাচ্যুত হচ্ছে পাঁচ ব্যাংক, বলির পাঠা শেয়ারবাজারের বিনিয়োগকারীরা!
- শেয়ারবাজারের ১২ কোম্পানির ২ হাজার কোটি টাকার নতুন বিনিয়োগ
- নতুন দিগন্তে বেক্সিমকো, শেয়ারবাজারে আশার আলো
- এনবিআর-এর ক্যাশ গেইন প্রতিক্রিয়া অতিরঞ্জিত: আনিসুজ্জামান চৌধুরী
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ৬ কোম্পানিতে
- বিএসইসি-ডিএসই’র নাকের ডগায় লোকসানি শেয়ার নিয়ে কারসাজি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৬ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানাল তিন কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এনভয় টেক্সটাইল
- শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর নতুন আবেদন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু সিরামিক
- আর্থিক চাপ কাটাতে ভবন বিক্রি করছে শেয়ারবাজারের দুই প্রতিষ্ঠান