ঢাকা, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

'সিটি ক্রেডিট ব্যুরো' চালু করছে সিটি ব্যাংক

২০২৫ সেপ্টেম্বর ২৮ ০০:০৯:১৯

'সিটি ক্রেডিট ব্যুরো' চালু করছে সিটি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক সম্প্রতি বেসরকারি খাতে ক্রেডিট ব্যুরো স্থাপনের অনুমোদন দেওয়ার পর সিটি ব্যাংক তাদের ব্যবসায়িক প্রবৃদ্ধি বাড়াতে এবং দেশের আর্থিক পরিষেবা খাতে ভূমিকা সম্প্রসারিত করতে 'সিটি ক্রেডিট ব্যুরো' নামে একটি নতুন সাবসিডিয়ারি (সহযোগী প্রতিষ্ঠান) স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে।

ব্যাংকটির ওয়েবসাইটে প্রকাশিত এক মূল্য-সংবেদনশীল তথ্য অনুযায়ী, গত ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত অনুমোদিত হয়। তবে বিবৃতিতে সাবসিডিয়ারিটির পরিশোধিত মূলধন বা মূল কোম্পানির ওপর এর প্রত্যাশিত আর্থিক প্রভাব সম্পর্কে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।

দেশের আর্থিক খাতে এটি একটি যুগান্তকারী উদ্যোগ। কেন্দ্রীয় ব্যাংক সেপ্টেম্বরের শুরুতে সিটি ব্যাংক কর্তৃক পৃষ্ঠপোষকিত সিটি ক্রেডিট ব্যুরো সহ মোট পাঁচটি কোম্পানিকে বাংলাদেশের প্রথম বেসরকারি ক্রেডিট রিপোর্টিং এজেন্সি (সংস্থা) স্থাপনের জন্য 'লেটার অব ইনটেন্ট' বা আগ্রহপত্র জারি করেছে।

অন্যান্য অনুমোদিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইউকে-ভিত্তিক ক্রেডিটইনফোবিডি (Creditinfobd), ইউএস-ভিত্তিক ট্রান্সইউনিয়ন (TransUnion), ইউএস-সৌদি যৌথ উদ্যোগ ফার্স্ট ন্যাশনাল ক্রেডিট (First National Credit) এবং বিকাশ (bKash) কর্তৃক পৃষ্ঠপোষকিত বিকাশ ক্রেডিট (bKash Credit)।

১৩টি সংক্ষিপ্ত তালিকাভুক্ত আবেদনকারী থেকে এই পাঁচটি প্রতিষ্ঠানকে নির্বাচন করা হয়েছে। চূড়ান্ত লাইসেন্সের জন্য আবেদন করার আগে অবকাঠামো তৈরি করতে তারা এক বছর সময় পাবে। এই ক্রেডিট ব্যুরোগুলি চালু হলে, তারা ব্যক্তি ও ব্যবসার জন্য ক্রেডিট রিপোর্ট এবং স্কোর তৈরি করতে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও অন্যান্য পরিষেবা প্রদানকারী সংস্থা থেকে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করবে। এর মূল লক্ষ্য হলো অর্থায়নের সুযোগ বৃদ্ধি করা, ঋণ প্রদানের ঝুঁকি হ্রাস করা এবং খেলাপি ঋণের হার কমাতে সাহায্য করা।

বর্তমানে বাংলাদেশ একমাত্র কেন্দ্রীয় ব্যাংক পরিচালিত ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি)-এর ওপর নির্ভরশীল, যা কেবল বর্তমান ঋণগ্রহীতাদের রেকর্ড সংরক্ষণ করে। বিপরীতে, নতুন বেসরকারি ক্রেডিট ব্যুরোগুলি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মেশিন লার্নিং-এর মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করে আরও বিস্তৃত ক্রেডিট ইতিহাস তৈরি করবে, যা ঋণগ্রহীতাদের ঋণ পরিশোধের সক্ষমতা সম্পর্কে আরও গভীর অন্তর্দৃষ্টি প্রদান করবে।

এএসএম/

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত