ঢাকা, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

ভারতের সামনে পাকিস্তানের প্রতিশোধের লড়াই

২০২৫ সেপ্টেম্বর ২৮ ১০:৩১:৩০

ভারতের সামনে পাকিস্তানের প্রতিশোধের লড়াই

ক্রীড়া প্রতিবেদক: এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ ২৮ সেপ্টেম্বর বসতে যাচ্ছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে আলোচিত দ্বৈরথ। দুই দলের লড়াই বরাবরের মতো এবারও হাইভোল্টেজ, তবে ফাইনালের আসর হওয়ায় উত্তেজনার পারদ যেন আরও বেড়ে গেছে।

এবারের আসরে এখন পর্যন্ত অপরাজিত ভারত। টানা ছয় ম্যাচ জিতে দুর্দান্ত ফর্মে ফাইনালে এসেছে রোহিত শর্মার দল। বিপরীতে পাকিস্তানকে আসতে হয়েছে অনেক লড়াই করে। সুপার ফোরে শ্রীলঙ্কা ও বাংলাদেশকে হারালেও ভারত ম্যাচে হার মানতে হয় তাদের। গ্রুপ পর্বেও ভারতের কাছে হারতে হয়েছিল বাবর আজমবিহীন পাকিস্তানকে। তবে অধিনায়ক সালমান আলী আঘা জানিয়ে দিয়েছেন, ফাইনালে তারা ঘুরে দাঁড়াতে এবং ট্রফি জেতার পরিকল্পনা নিয়ে নামবে।

ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা বলেন, "ফাইনালে উভয় দলের উপরই সমান চাপ থাকবে। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই চাপের খেলা। আমরা চাই কম ভুল করতে। যে দল কম ভুল করবে, তারাই ম্যাচ জিতবে।" তিনি আরও জানান, মিডিয়া কী বলছে সেসব নিয়ে চিন্তা করার সময় নেই, তাদের মূল লক্ষ্য ম্যাচে সেরাটা দেওয়া।

এশিয়া কাপে ব্যাট হাতে এখনও রঙিন নন সালমান আলী আঘা। স্ট্রাইকরেটও প্রত্যাশিত হয়নি। নিজের ব্যর্থতা মেনে নিয়ে তিনি বলেন, "পারফরম্যান্স এখনো আপ টু দ্য মার্ক নয়। টি-টোয়েন্টি ফরম্যাটে স্ট্রাইকরেট গুরুত্বপূর্ণ হলেও সব সময় পরিস্থিতি অনুযায়ী খেলতে হয়। যদি দলের চাহিদা থাকে, তখনই আক্রমণাত্মক খেলা জরুরি। ফাইনালে চেষ্টা থাকবে, যেন নিজের ব্যাটিং দিয়ে অবদান রাখতে পারি।"

ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচে ভিন্ন বোলিং কৌশল নিয়েছিল পাকিস্তান। এবারও কি একই পরিকল্পনা? এমন প্রশ্নে সালমান বলেন, "স্ট্র্যাটেজি কি এখানে বলে দিব? (হাসি) সবই নির্ভর করবে কন্ডিশনের ওপর। স্পিন ধরলে স্পিনাররা, নাহলে পেসাররা দায়িত্ব নেবে।" তিনি আরও জানান, আবেগ নিয়ন্ত্রণ করাই হবে তার আসল নীতি।

সংবাদ সম্মেলনের শেষ দিকে সালমান জানান, "আমাদের পরিকল্পনা হলো পুরো ৪০ ওভার সেরা ক্রিকেট খেলা। বিশ্বাস করি, প্ল্যান কাজে লাগাতে পারলে আমরা যেকোনো দলকে হারাতে পারব। ইনশাআল্লাহ ফাইনাল জিততেই দেখবেন।"

এএসএম/

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

দেশ পুনর্গঠনে প্রবাসীদের সক্রিয় ভূমিকা চায় সরকার

দেশ পুনর্গঠনে প্রবাসীদের সক্রিয় ভূমিকা চায় সরকার

নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে প্রবাসী বাংলাদেশিদের জন্য দেশের পুনর্গঠন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের... বিস্তারিত