ঢাকা, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

নির্বাচকের পদ ছেড়ে বিসিবি নির্বাচনে লড়ার ঘোষণা রাজ্জাকের 

২০২৫ সেপ্টেম্বর ২৭ ২২:০৮:৪৬

নির্বাচকের পদ ছেড়ে বিসিবি নির্বাচনে লড়ার ঘোষণা রাজ্জাকের 

স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার এবং বর্তমান নির্বাচক আব্দুর রাজ্জাক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পর্ষদে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে বিসিবি পরিচালক পদের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন এবং এই উদ্দেশ্যে নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেছেন। রাজ্জাকের নির্বাচন করার এই সিদ্ধান্তটি ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত, যা কোনো গণমাধ্যমে আগাম খবর হিসেবে আসেনি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) মনোনয়ন দাখিলের শেষ দিনে সিলেটে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট দেখে দুপুরের ফ্লাইটে ঢাকায় ফিরে রাজ্জাক মনোনয়নপত্র তোলেন। জাগো নিউজের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি জানান, "আমি খুলনা বিভাগ থেকে নির্বাচন করতে ইচ্ছুক। তাই আজই নির্বাচক পদ থেকে পদত্যাগ করেছি।"

ক্রিকেট ব্যবস্থাপনায় যুক্ত হয়ে দেশের ক্রিকেটের উন্নয়নে ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে রাজ্জাক বলেন, "খেলা ছেড়ে জাতীয় দলের নির্বাচক হিসেবে কাজ করেছি। এবার ক্রিকেটের ব্যবস্থাপনায় যুক্ত হয়ে ক্রিকেট উন্নয়নে ভূমিকা রাখতে চাই।" নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী রাজ্জাক আরও যোগ করেন, "আমিতো খুলনা বিভাগে প্রতিদ্বন্দ্বী আছেন দুজন। ২ জন নির্বাচিত হবে। আশা করছি আমি জয়ী হতে পারবো।"

এদিকে, এবারের বিসিবি নির্বাচনে জাতীয় দলের বেশ কয়েকজন সাবেক অধিনায়কের অংশগ্রহণ চোখে পড়ছে। ঢাকার ক্লাব কোটা থেকে মনোনয়ন তুলেছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ (রেঞ্জার্স) ও তামিম ইকবাল (ওল্ড ডিএইচএস)। এছাড়া, জেলা ও বিভাগ থেকে মনোনয়ন দাখিল করেছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, যিনি ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে লড়ছেন। তার প্রতিদ্বন্দ্বী বর্তমান বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম।

জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ক্যাটাগরি '৩' (সাবেক ক্রিকেটার কোটা) থেকে মনোনয়নপত্র কিনেছেন। এই ক্যাটাগরিতে পাইলটের সাথে আরও দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর দেবব্রত পাল। এই ক্যাটাগরি থেকে একজন পরিচালক নির্বাচিত হবেন।

বিগত প্রায় এক যুগে আকরাম খান, নাইমুর রহমান দুর্জয় ও খালেদ মাহমুদ সুজনের মতো সাবেক অধিনায়করা বিসিবি পরিচালক পর্ষদে ছিলেন। এবারের নির্বাচনেও জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণ ক্রিকেট মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত