ঢাকা, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

সোনার বাজারে হঠাৎ পরিবর্তন, নতুন দামে চমক

২০২৫ সেপ্টেম্বর ২৭ ২১:৫২:৪২

সোনার বাজারে হঠাৎ পরিবর্তন, নতুন দামে চমক

নিজস্ব প্রতিবেদক: রেকর্ড দামের পর বাংলাদেশের বাজারে সোনার দাম কিছুটা কমেছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় (১১.৬৬৪ গ্রাম) ১ হাজার ৮৯০ টাকা কমানো হয়েছে, ফলে এখন এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকা। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, নতুন এই দাম রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর সোনার দাম বাড়ানো হয়েছিল, যা অতীতের সব রেকর্ড ভেঙে ভালো মানের এক ভরি সোনার দাম ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকায় পৌঁছেছিল। রেকর্ড দামের মাত্র চার দিন পরই সোনার দাম কিছুটা কমানো হলো।

নতুন ঘোষণা অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৮৪ হাজার ১৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৫৪০ টাকা কমে নতুন দাম ১ লাখ ৫৭ হাজার ৮৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ১ হাজার ৩০৬ টাকা কমে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩১ হাজার ৪৫ টাকা।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৩ হাজার ৬৬৩ টাকা, ২১ ক্যারেটে ৩ হাজার ৫১১ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ৯৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ২ হাজার ৫৫৪ টাকা বাড়ানো হয়েছিল। শনিবার পর্যন্ত এই উচ্চ দামেই সোনা বিক্রি হয়েছে।

এদিকে, সোনার দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৬২৮ টাকা, ২১ ক্যারেটের ৩ হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২ হাজার ২২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত