ঢাকা, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়ে তুলতে ডাকসুর বড় উদ্যোগ

২০২৫ সেপ্টেম্বর ২৭ ১৬:৩০:৫৪

শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়ে তুলতে ডাকসুর বড় উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা ও ক্যারিয়ার গঠনের নতুন দিগন্ত উন্মোচনে আবাসিক হলগুলোতে আধুনিক আইটি ও ক্যারিয়ার সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে ডাকসু। শিক্ষা, গবেষণা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রতিটি হলে কম্পিউটার ল্যাব স্থাপনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলাম জানান, এই ল্যাবগুলো শিক্ষার্থীদের জন্য প্রযুক্তি শিক্ষার পাশাপাশি গবেষণা, ডেটা অ্যানালাইসিস, থিসিস প্রস্তুতিসহ অনলাইনে নানা একাডেমিক কাজ সহজ করবে। এছাড়া প্রতিযোগিতামূলক চাকরির বাজারে নিজেদের প্রস্তুত করতেও সহায়ক হবে এই উদ্যোগ।

তিনি বলেন, “আধুনিক শিক্ষা ও প্রযুক্তিতে কম্পিউটার একটি অপরিহার্য অনুষঙ্গ। প্রতিটি হলে ল্যাব স্থাপন করা গেলে ক্লাসরুমের বাইরেও শিক্ষার্থীরা জ্ঞান ও দক্ষতা উন্নয়নের সুযোগ পাবে। গবেষণা ও ক্যারিয়ার গঠনের জন্য এটি হবে একটি কেন্দ্রীয় হাব।”

ডাকসুর পক্ষ থেকে শেখ মুজিব হল ও রোকেয়া হল কর্তৃপক্ষের কাছে ইতোমধ্যে রুম বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিকল্পনাটিকে স্বাগত জানিয়েছে বলে জানান মাজহারুল ইসলাম। রুম বরাদ্দ পেলেই দ্রুত ল্যাব স্থাপনের কাজ শুরু হবে।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত