ঢাকা, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

'সেপ্টেম্বর' প্রোস্টেট ক্যান্সার সচেতনতা মাস উদযাপন করল বিএইউএস

২০২৫ সেপ্টেম্বর ২৭ ১৫:৩৮:১৪

'সেপ্টেম্বর' প্রোস্টেট ক্যান্সার সচেতনতা মাস উদযাপন করল বিএইউএস

নিজস্ব প্রতিবেদক: 'আর্লি ডিটেকশন, বেটার প্রটেকশন' স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনস (বিএইউএস) এ বছরও 'সেপ্টেম্বর' প্রোস্টেট ক্যান্সার সচেতনতা মাস উদযাপন করেছে।

আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ইউরোলজি বিভাগের সামনে থেকে র‌্যালি ও বেলুন উড়িয়ে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার, আলোচনা সভা ও বিনামূল্যে চিকিৎসা পরামর্শ কর্মসূচির আয়োজনের ঘোষণা দেওয়া হয়।

সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ডা. মোহাম্মদ শফিকুর রহমান ও সদস্য সচিব অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রোস্টেট ক্যান্সার সময়মতো শনাক্ত করা গেলে এটি সহজে চিকিৎসাযোগ্য এবং মৃত্যুর ঝুঁকি অনেকাংশে হ্রাস পায়। এজন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতার ওপর জোর দেন তারা। সেমিনারে উক্ত বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন (কাজল)।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কো-কনভেনার অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম, ঢাকা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. ফারুক আহমেদ, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, ইউরো-অনকোলজিস্ট এবং কনভেনার, বিএইউএস ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এর ইউরো-অনকোলজি এর চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ শফিকুর রহমান।

ধন্যবাদ জ্ঞাপন করেন ঢামেকের ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢামেকের ইউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মোহাম্মদ আসাদুজ্জামান।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত