ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২
শ্রীলঙ্কা বনাম ভারত: সুপার ওভারে কে নিশ্চিত করল জয়?
স্পোর্টস ডেস্ক: শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা ধরে রেখেছিল ভারত-শ্রীলঙ্কার লড়াই। নির্ধারিত ২০ ওভারে দুই দল সমান ২০২ রান তুললে ম্যাচ গড়ায় সুপার ওভারে। কিন্তু সেখানে ব্যাট হাতে ভেঙে পড়ে লঙ্কানরা।
সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নামে কুশল পেরেরা ও দাসুন শানাকা। শুরুটা ভয়াবহ প্রথম বলেই আউট হন পেরেরা। শানাকাও তাল মেলাতে পারেননি। একবার রান আউটের ফাঁদে পড়লেও রিভিউ নিয়ে বেঁচে যান। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ক্যাচ তুলে দেন। মাত্র ২ রানেই শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস, হাতে থাকে ২ উইকেট।
ভারতের জবাবটা আসে সহজেই। ওয়ানিন্দু হাসারাঙ্গার প্রথম বলেই ৩ রান তুলে নেন সূর্যকুমার যাদব। তাতেই নাটকীয় সুপার ওভারের জয় নিশ্চিত হয় ভারতের। ফলে ম্লান হয়ে যায় পাথুম নিশাঙ্কার দুর্দান্ত সেঞ্চুরি।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভারত গড়ে ২০২ রানের পাহাড়। অভিষেক শর্মা খেলেন ৬১ রানের ঝলমলে ইনিংস। তিলক বার্মা ৪৯ রানে অপরাজিত থাকেন। সাঞ্জু স্যামসন ২৩ বলে অপরাজিত ৩৯ এবং অক্ষর প্যাটেল ২১ রানে অপরাজিত থেকে বড় সংগ্রহ দাঁড় করাতে সাহায্য করেন।
জবাবে রান তাড়া করতে নেমে শুরুতে কুশল মেন্ডিসকে দ্রুত হারালেও দমে যায়নি শ্রীলঙ্কা। পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরার জুটিতে গড়ে ওঠে ১২৭ রানের দুর্দান্ত পার্টনারশিপ। মাত্র ৮.৫ ওভারেই দল পৌঁছে যায় ১০০ রানে। তখন মনে হচ্ছিল সহজ জয় পেয়ে যাবে চারিথ আশালঙ্কার দল।
কিন্তু ১৩৪ রানে পেরেরা ফিরতেই ভাঙে ছন্দ। ৩২ বলে ৫৮ রানের ইনিংসে ছিল ৮ চার ও ১ ছক্কা। এরপর আশালঙ্কা ও কামিন্দু মেন্ডিস ব্যর্থ হন। যদিও নিশাঙ্কা নিজের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি তুলে নেন ৫২ বলে ৭ চার ও ৬ ছক্কার সৌন্দর্যে সাজানো এক ইনিংস। তবে শেষ ওভারের শুরুতেই তিনি আউট হয়ে যান ১০৭ রানে।
শেষ দিকে দাসুন শানাকা লড়াই চালিয়ে যান। শেষ ওভারে দরকার ছিল ১২ রান, তিনি ও জেনিথ লিয়ানাগে নিতে পারেন ১১ রান। ম্যাচ টাই হয়ে যায় এবং গড়ায় সুপার ওভারে। কিন্তু সেখানে ধ্বসে পড়ে লঙ্কান ব্যাটিং, ভারতের জয় নিশ্চিত হয় নাটকীয় উপায়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ১ম দিনের খেলা শেষ, দেখুন স্কোর
- ভারত বনাম বাংলাদেশ: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ :জানুন সময়সূচি-সরাসরি(LIVE) দেখার উপায়
- চলছে আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলার খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: বিপদে ভারত-দেখুন স্কোর
- ব্রাজিল বনাম সেনেগাল: ৯০ মিনিটের ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল: লাইভ দেখার উপায়-সময়সূচি
- আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল-সেনেগাল: কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ১ম টেস্ট শেষ, জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: বিস্তারিত-যেভাবে দেখবেন LIVE
- শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, দেখুন ফলাফল-LIVE
- ভারত বনাম বাংলাদেশ: শুরুতেই লিড নিল হামজারা, সরাসরি দেখুন এখানে(LIVE)
- চলছে ব্রাজিল বনাম তিউনিসিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)