ঢাকা, বুধবার, ১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২

ডেঙ্গুতে আক্রান্ত আরও ২১৯, নেই ম’ত্যু

২০২৫ সেপ্টেম্বর ২৬ ১৯:৪৯:৩২

ডেঙ্গুতে আক্রান্ত আরও ২১৯, নেই ম’ত্যু

ডুয়া ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত একদিনে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৪৩ জন, চট্টগ্রাম বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৭৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৯ জন এবং ময়মনসিংহ বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ২৩ জন রয়েছেন।

অন্যদিকে, একই সময়ে সারা দেশে ২৫৫ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৪২ হাজার ৪৭৮ জন রোগী চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪ হাজার ৬৯২ জন। মৃত্যুবরণ করেছেন ১৮৮ জন।

উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন, আর প্রাণ হারিয়েছিলেন ৫৭৫ জন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত