ঢাকা, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২

অবৈধ প্রবেশ ঠেকাতে যুক্তরাজ্যের নতুন উদ্যোগ

২০২৫ সেপ্টেম্বর ২৬ ১৪:৪৬:০৬

অবৈধ প্রবেশ ঠেকাতে যুক্তরাজ্যের নতুন উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যে দ্রুতই নাগরিকদের জন্য বাধ্যতামূলক ডিজিটাল পরিচয়পত্র চালু হতে যাচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টার্মার শুক্রবার এক ভাষণে এই পরিকল্পনার ঘোষণা দেবেন বলে ধারণা করা হচ্ছে। সরকারের লক্ষ্য মূলত অবৈধ অভিবাসন রোধ করা এবং সরকারি সেবায় সহজ ও সুনির্দিষ্ট যাচাই প্রক্রিয়া নিশ্চিত করা।

সরকারি শীর্ষ কর্মকর্তাদের মতে, নতুন স্কিম বাস্তবায়নের আগে কারিগরি ও ব্যবহারিক দিক নিয়ে পরামর্শ নেওয়া হবে। এছাড়াও যাদের স্মার্টফোন বা পাসপোর্ট নেই, তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী লেবার সরকারের সময় আইডি কার্ড চালুর প্রস্তাব কনজারভেটিভ-লিবারেল ডেমোক্র্যাট জোটের বাধার কারণে বাস্তবায়িত হয়নি। তবে স্যার কিয়ার উল্লেখ করেছেন, বর্তমান পরিস্থিতিতে মানুষ আগের তুলনায় অনেক বেশি ডিজিটাল পরিচয় বহন করেন এবং এ বিষয়টির গুরুত্বও পরিবর্তিত হয়েছে।

প্রস্তাবিত ডিজিটাল আইডি ব্যবহার করে যুক্তরাজ্যে বসবাস ও কাজের বৈধতা যাচাই করা হবে। প্রতিটি পরিচয়পত্র কেন্দ্রীয় ডাটাবেজের সঙ্গে মিলিয়ে দেখা হবে। ২০২২ সাল থেকে কিছু ক্ষেত্রে অনলাইনে যাচাই ব্যবস্থা চালু থাকলেও, এখন পুরো প্রক্রিয়াকে ডিজিটাল ও একীভূত করা হবে।

ক্যাবিনেট অফিস মন্ত্রী প্যাট ম্যাকফাডেন বলেন, ডিজিটাল আইডি সরকারি সেবায় প্রবেশাধিকার সহজ করবে। এস্তোনিয়া সফরের অভিজ্ঞতায় দেখা গেছে, ডিজিটাল পরিচয় ব্যবহার করে স্বাস্থ্যসেবা, ভোটদান ও ব্যাংকিং সুবিধা পাওয়া যায়।

কনজারভেটিভ নেতা কেমি বাদেনক এই পদক্ষেপকে ‘গুরুতর’ হিসেবে উল্লেখ করে জাতীয় বিতর্কের প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন। রিফর্ম ইউকে দল এই উদ্যোগকে ভোটার বিভ্রান্তির কৌশল হিসেবে আখ্যা দিয়েছে। লিবারেল ডেমোক্র্যাটরা বলেছে, বাধ্যতামূলক কোনো স্কিম সমর্থন করা সম্ভব নয়।

বর্তমানে যুক্তরাজ্যে নিয়োগকর্তাদের সম্ভাব্য কর্মীদের কাজের অধিকার যাচাই করতে হয়। ২০২২ সাল থেকে ব্রিটিশ ও আইরিশ পাসপোর্টধারীরা অনলাইন যাচাই সেবা ব্যবহার করতে পারেন। সরকার ধাপে ধাপে বিদেশি বাসিন্দাদের কাগুজে পারমিট তুলে অনলাইন ভিত্তিক ই-ভিসা কার্যকর করছে।

নাগরিক অধিকার রক্ষাকারী সংগঠন ওপেন রাইটস গ্রুপ সতর্ক করেছেন, নতুন ডিজিটাল আইডি নাগরিকদের জন্য ‘প্রি-ক্রাইম রাষ্ট্র’-এর ঝুঁকি তৈরি করতে পারে।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, দায় কার?

ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, দায় কার?

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করেছেন। তবে তিনি স্বীকার করেন,... বিস্তারিত