ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

পাকিস্তানের টপ অর্ডার গুঁড়িয়ে দিল তাসকিন-মুস্তাফিজ, লক্ষ্য ১৩৬

২০২৫ সেপ্টেম্বর ২৫ ২২:৫২:০৩

পাকিস্তানের টপ অর্ডার গুঁড়িয়ে দিল তাসকিন-মুস্তাফিজ, লক্ষ্য ১৩৬

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের অলিখিত সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিং পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের সাঁড়াশি আক্রমণের মুখে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৩৫ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে। ফলে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৩৬ রান।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। এক ম্যাচ পর দলে ফেরা তাসকিন আহমেদ ইনিংসের চতুর্থ বলেই সাহিবজাদা ফারহানকে (৪ রান) রিশাদ হোসেনের ক্যাচে পরিণত করেন। পরের ওভারেই অধিনায়ক জাকেরের আস্থার প্রতিদান দিয়ে শেখ মেহেদি সাইম আইয়ুবকে (০ রান) ফিরিয়ে দেন। ৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান।

ফখর জামান ও সালমান আলি আগা জুটি গড়লেও পাওয়ার প্লেতে মাত্র ২৭ রান তুলতে সক্ষম হন। এরপর রিশাদ হোসেনের বলে ফখর জামান (২১ বলে ১৩ রান) ও হুসেইন তালাত (৭ বলে ৩ রান) দ্রুত বিদায় নেন। একপ্রান্ত আগলে রাখা পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা ১৯ বলে ২৩ রান করে আউট হন।

৪৯ রানে ৫ উইকেট হারানোর পর শাহিন আফ্রিদিকে ব্যাটিং অর্ডারে ওপরে পাঠানো হয় দ্রুত রান তোলার জন্য। শাহিন ১৩ বলে ১৯ রান করে কিছুটা কার্যকর হলেও ৭১ রানে ৬ষ্ঠ উইকেট হারানোর পর পাকিস্তানের তিন অঙ্কের রান করাও কঠিন মনে হচ্ছিল। তবে শেষদিকে মোহাম্মদ হারিস (২৩ বলে ৩১ রান) এবং মোহাম্মদ নাওয়াজের (১৫ বলে ২৫ রান) দায়িত্বশীল ব্যাটিংয়ে পাকিস্তান ১৩৫ রান পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়। এই সময়ে বাংলাদেশের ফিল্ডিং ছিল কিছুটা নড়বড়ে।

বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ২৮ রানে ৩টি উইকেট নিয়ে ইনিংসের সেরা বোলার। এছাড়া মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন ২টি করে উইকেট শিকার করেছেন।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত