ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

২০২৫ সেপ্টেম্বর ২৫ ১৯:০৯:৫১

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ছন্দ ধরে রেখে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। সেমিফাইনালে শক্তিশালী পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে শিরোপা লড়াইয়ে জায়গা করে নেয় লাল-সবুজের কিশোররা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কলম্বোর রেসকোর্স আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় বাংলাদেশের যুবারা। ধারাবাহিক পারফরম্যান্সের প্রতিফলন মিলল এই জয়ে।

এর আগে গ্রুপ পর্বেও ছিল তাদের দুর্দান্ত প্রদর্শনী। নেপাল ও স্বাগতিক শ্রীলঙ্কাকে পরাজিত করে অপরাজিত অবস্থায় সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। অন্যদিকে, পাকিস্তান গ্রুপে ভারতের কাছে হেরে রানার্সআপ হয়ে শেষ চারে জায়গা করে নেয়।

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারিত হবে দিনের দ্বিতীয় সেমিফাইনালে ভারত ও নেপালের মধ্যকার লড়াই থেকে। আগামী শনিবার শিরোপার জন্য মাঠে নামবে লাল-সবুজের তরুণরা।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববাজারে আবারও বাড়লো সোনার দাম

বিশ্ববাজারে আবারও বাড়লো সোনার দাম

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সোনার দাম। মার্কিন ডলারের দরপতন এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার কমাতে পারে—এমন... বিস্তারিত