ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

নিউইয়র্কে আখতার হোসেনের ওপর হামলা: মিশনের গোপন ত্রুটি

২০২৫ সেপ্টেম্বর ২৫ ১৩:২৯:৩৯

নিউইয়র্কে আখতার হোসেনের ওপর হামলা: মিশনের গোপন ত্রুটি

নিজস্ব প্রতিবেদক :যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এনসিপি নেতা আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় বাংলাদেশ মিশনের ত্রুটি রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, যদি সকল নেতাই একসাথে বের হত, তাহলে এমন ঘটনা ঘটত না।

‘ঠিকানা’ পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে ডা. তাহের বলেন, প্রথমে তাদের চিফ অ্যাডভাইজারের বহরে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে ওঠানো হয়েছিল। পরে দেখা যায়, ভিসার ধরন ভিন্ন; সরকারি কর্মকর্তাদের ভিসা জি-ওয়ান, আর তাদের সাধারণ পর্যটক ভিসা। জি-ওয়ান ভিসায় ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন না থাকলেও সাধারণ ভিসায় তা বাধ্যতামূলক। এই পার্থক্যের কারণে কমিউনিকেশন গ্যাপ তৈরি হয় এবং তারা হেঁটে ইমিগ্রেশনে চলে যান।

ডা. তাহের অভিযোগ করেন, বাংলাদেশ মিশন যথাযথভাবে তাদের অবহিত করেনি এবং উপযুক্ত ব্যবস্থা নেয়নি। তিনি বলেন, “আমরা যদি একসঙ্গে বের হতাম, হামলাকারীরা আমাদের কাছে আসত না।”

প্রশ্ন করা হয়, আখতার হোসেনের ওপর হামলার সময় তিনি কেন উপস্থিত ছিলেন না। ডা. তাহের জানান, আওয়ামী লীগ এমন কাজ পূর্বেও করেছে এবং তারা এ ধরনের ঘটনা ঘটাতে পারে, তাই আগে থেকেই কিছুটা সতর্ক ছিলেন। তিনি বলেন, “আমি ওদের সঙ্গে ছিলাম। তারা আমাদের থেকে ৮-১০ হাত দূরে অবস্থান করছিল। তখন আমাদের সমর্থকরা ‘তাহের ভাই, তাহের ভাই’, ‘জিন্দাবাদ, জিন্দাবাদ’ স্লোগান দিচ্ছিল। আমি কিছুটা দূরত্ব বজায় রাখলাম যাতে ফখরুল সাহেব বিব্রত না হন।”

পরবর্তীতে ডা. তাহেরকে সংবর্ধনা দেওয়া হয়, ফুল উপহার দেওয়া হয় এবং তিনি সেখানে ৩-৪ মিনিট বক্তব্য রাখেন। ডিম নিক্ষেপের ঘটনা তার পরে ঘটে, যা তিনি শুনে অবগত হন।

ডুয়া/নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত