ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন

২০২৫ সেপ্টেম্বর ২৪ ২০:৩২:৪২

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন

বাংলাদেশের সামনে ফাইনালের দরজা খোলার বড় সুযোগ হলো সুপার ফোর শুরুতেই জয় দিয়ে। আজ ভারতের বিরুদ্ধে জয় পেলে টাইগাররা অনেকটাই এগিয়ে যাবে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। অধিনায়ক লিটন দাস খেলছেন না; তাই নেতৃত্ব দিচ্ছেন জাকের আলি।

একাদশে বাংলাদেশ চারটি পরিবর্তন এনেছে। দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম সাকিব, রিশাদ হোসেন ও পারভেজ হোসেন ইমন। এদিকে বাদ পড়েছেন শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শেখ মেহেদী এবং লিটন দাস।

বাংলাদেশ একাদশ—

সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ এবং মুস্তাফিজুর রহমান।

ভারত একাদশ—

অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবম দুবে, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত