ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

জরিপে বিএনপি এগিয়ে, জামায়াত দ্বিতীয়, তলানীতে এনসিপি

২০২৫ সেপ্টেম্বর ২৪ ১৪:২৫:২৩

জরিপে বিএনপি এগিয়ে, জামায়াত দ্বিতীয়, তলানীতে এনসিপি

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি সংস্থা ইনোভিশন কর্তৃক পরিচালিত সর্বশেষ জরিপে দেখা গেছে, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ না নিলে বিএনপি ভোটের সরব প্রাধান্য পাবে। জরিপ অনুযায়ী, বিএনপি ৪৫.৬ শতাংশ ভোট পেতে পারে। একই পরিস্থিতিতে জামায়াতে ইসলামী ৩৩.৫ শতাংশ ভোট পাবে এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৪.৭ শতাংশ ভোট প্রাপ্তির সম্ভাবনা রাখে।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩.৮ এবং জাতীয় পার্টি ২.১ শতাংশ ভোট পাবে বলে ধারণা করা হচ্ছে। জরিপের তথ্য বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় আর্কাইভস অডিটোরিয়ামে ‘জনগণের নির্বাচন ভাবনা’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রকাশ করা হয়।

জরিপে অংশ নেওয়া ১০,৪১৩ জন ভোটারের মধ্যে ৬৯.৫ শতাংশ গ্রামীণ এবং ৩০.৫ শতাংশ শহুরে। নমুনা ঢাকাসহ দেশের আটটি বিভাগের ৬৪টি জেলা ও ৫২১টি প্রাইমারি স্যাম্পলিং ইউনিটে সংগ্রহ করা হয়েছে।

স্থানীয় রাজনীতির প্রতি জনমতের দিকে তাকালে দেখা যায়, বিএনপির কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন ৮.২ শতাংশ মানুষ, জামায়াতের প্রতি ১৩.৭ শতাংশ, এনসিপির প্রতি ৯.১ শতাংশ এবং আওয়ামী লীগের প্রতি ৬.৩ শতাংশ ভোটার। একই সঙ্গে, একদমই সন্তুষ্ট নন এমন ভোটারদের সংখ্যা বিএনপির জন্য ১৪.৫ শতাংশ, জামায়াতের জন্য ১৪.১ শতাংশ, এনসিপির জন্য ২১.৫ শতাংশ এবং আওয়ামী লীগের জন্য ২০.২ শতাংশ।

জরিপে উঠে এসেছে, এবারের নির্বাচনে ভোটারদের ৬৫.৫ শতাংশ প্রার্থী যোগ্যতা বিবেচনা করে ভোট দেবেন। অন্যদিকে মাত্র ১৪ শতাংশ ভোটার দলীয় প্রতীকের ওপর নির্ভর করবেন।

জরিপের ফলাফল প্রকাশ করেন ইনোভিশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াৎ সরোয়ার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ এম শাহান, ভয়েস ফর রিফর্মের সহ-সমন্বয়ক ফাহিম মাশরুর, ব্রেইন-এর নির্বাহী পরিচালক শফিকুর রহমান এবং ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার জাইমা ইসলাম।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত