ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

ভারতকে টেক্কা দিতে যে একাদশ নিয়ে নামছে বাংলাদেশ

২০২৫ সেপ্টেম্বর ২৪ ১২:৪৯:০৪

ভারতকে টেক্কা দিতে যে একাদশ নিয়ে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: দুবাইয়ে আজ এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। গত এক দশক ধরে এই দুই দলের লড়াই শুধু স্কোরবোর্ডের জন্য নয়, স্নায়ু যুদ্ধও। কখনো বিতর্কিত ‘নো বল’, কখনো মুস্তাফিজকে ধোনি ধাক্কা—মাঠে উত্তাপ সবসময়ই তুমুল।

ভারত এখনো টুর্নামেন্টে অপরাজিত, সূর্যকুমার যাদবের নেতৃত্বে তাদের আত্মবিশ্বাস চোখে পড়ার মতো। শেষ ৩২ ম্যাচে মাত্র তিনটিতে হেরেছে বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে, বাংলাদেশ কিছুটা হোঁচট খেললেও ফাইনালের স্বপ্ন এখনও বাঁচিয়ে রেখেছে। আজকের ম্যাচে জয় মানেই পাকিস্তানের সঙ্গে পরবর্তী লড়াইয়ের আগে আত্মবিশ্বাসের বিশাল শট।

বাংলাদেশ কোচ ফিল সিমন্স স্পষ্টভাবে বলেছেন, ‘ভারতকে হারানো অসম্ভব নয়। নিজেদের সেরা খেলা খেলতে হবে এবং ভারতের ভুলগুলো কাজে লাগাতে হবে।’ তবে ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে জয়ের জন্য তিন বিভাগেই—ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—নিখুঁত হতে হবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে যেমন কিছু ক্যাচ ও ফিল্ডিংয়ের ভুল হয়েছিল, সেগুলো পুনরাবৃত্তি করা চলবে না।

দুবাইয়ের স্লো পিচে আজ শামীম ও তাওহিদের পাশাপাশি তানজিম সাকিবকে দেখা যেতে পারে আগ্রাসী পেসার হিসেবে। ওপেনিংয়ে তানজিদ ও সাইফ, এরপর লিটন, হৃদয়, শামীম ও জাকের আলী। লিটনের কৌশল পরিবর্তনের অভ্যাস থাকায় একজন বাড়তি অলরাউন্ডার হিসেবে সাইফুদ্দিন সুযোগ পেলে অবাক হওয়ার কিছু নেই।

ভারতের র‍্যাঙ্কিং ১ নম্বর, বাংলাদেশের ৯। তবে র‍্যাঙ্কিং দিয়ে কিছু হয় না; দরকার সাহস, হুংকার আর নিখুঁত ক্রিকেট। দুই দিনে দুই ‘বিগ ফিশ’ ধরতে চাইলে আজ থেকেই শুরু করতে হবে শিকার।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, শরীফুল ইসলাম/তানজিম সাকিব, নাসুম আহমেদ/সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

ভারত সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, সাঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত