ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

যুদ্ধ-পরবর্তী প্রথম নির্বাচনের দিন ঠিক করল সিরিয়া

২০২৫ সেপ্টেম্বর ২৩ ১২:০০:৫৪

যুদ্ধ-পরবর্তী প্রথম নির্বাচনের দিন ঠিক করল সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক: গৃহযুদ্ধ-পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় সিরিয়া জাতীয় পার্লামেন্ট নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করেছে। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ৫ অক্টোবর সারাদেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সিরিয়ার সরকারি বার্তাসংস্থা সানা জানায়, মোট ২১০ আসনের মধ্যে এক-তৃতীয়াংশে প্রেসিডেন্ট আহমেদ আল শারার সরাসরি মনোনয়ন থাকবে। বাকি দুই-তৃতীয়াংশ আসনে জনগণের ভোটে প্রতিনিধিরা নির্বাচিত হবেন।

উল্লেখ্য, সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২৪ সালের ১৫ জানুয়ারি, বাশার আল আসাদের শাসনামলে। কিন্তু একই বছরের ডিসেম্বরেই সরকারবিরোধী সশস্ত্র জোট হায়াত তাহরির আল শামস (এইচটিএস)-এর ঝটিকা অভিযানে পতন ঘটে আসাদ সরকারের। সেই অভিযানের নেতৃত্ব দেওয়া আহমেদ আল শারা পরবর্তীতে প্রেসিডেন্ট হন এবং ১৪ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটে।

সানা’র প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন নির্বাচনে গঠিত নতুন পার্লামেন্টের প্রধান দায়িত্ব হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন, গণতান্ত্রিক পথ সুগম করা এবং সার্বিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা।

নির্বাচন কমিশনের ব্যাখ্যা অনুযায়ী, চলতি সেপ্টেম্বরেই ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। তবে সুয়েইদা, হাসাকাহ ও রাক্কা প্রদেশে অস্থিরতা ও সাম্প্রদায়িক সংঘাত দেখা দেওয়ায় ভোট এক মাস পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট শারা। সেই সিদ্ধান্ত অনুযায়ী অক্টোবরেই ভোটগ্রহণ হবে।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত