ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

পেনশন ফান্ডকে শেয়ারবাজারে আনার প্রস্তাব অর্থ উপদেষ্টার

২০২৫ সেপ্টেম্বর ২৩ ০৬:৩৯:৫৪

পেনশন ফান্ডকে শেয়ারবাজারে আনার প্রস্তাব অর্থ উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মচারীদের অবসরের পর প্রদেয় পেনশন ফান্ডকে শেয়ারবাজারে কাজে লাগানোর পক্ষে মত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর ডিএসই টাওয়ারে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আয়োজিত এক সেমিনারে তিনি এ প্রস্তাবনা তুলে ধরেন।

অর্থ উপদেষ্টা বলেন, “বড় প্রকল্প ও নতুন অর্থায়নে ঝুঁকি ভাগাভাগি বা রিস্ক শেয়ারিং অপরিহার্য। এর মানে হলো বন্ড কেনা, ইকুইটি বিনিয়োগ করা। কিন্তু বাংলাদেশে প্রচলিত চিত্র ভিন্ন—আমরা মূলত ব্যাংক ঋণের ওপর নির্ভর করি। এ ধরনের প্রবণতা কমাতে হলে পেনশন তহবিলকে শেয়ারবাজারে টানতে হবে।”

তবে তিনি ঝুঁকির কথাও সতর্কতার সঙ্গে উল্লেখ করেন। তাঁর মতে, পেনশন ফান্ড আসলে পাবলিক ফান্ড, যেখানে সরকারের বাধ্যবাধকতা থাকে। এটি কোনো প্রাইভেট ফান্ড নয়। ফলে এই অর্থ দিয়ে বাজারে বিনিয়োগ করতে হলে সরকারকেই চূড়ান্ত জিম্মাদার হতে হবে।

সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, “যেখানে এই অর্থ বিনিয়োগ করা হবে, সেই সম্পদ বা প্রকল্পকে সঠিকভাবে সিকিউরিটাইজ করতে হবে। কারণ যদি বিনিয়োগের পর পুরো অর্থ হারিয়ে যায়, তবে অবসরপ্রাপ্ত কর্মচারীদের কাছে কেবল ক্ষমা প্রার্থনা যথেষ্ট হবে না। তাই এ তহবিল ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন জরুরি।”এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত