ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যায় রহস্যজনক তথ্য পেয়েছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদলের আহ্বায়ক মো. জোবায়েদ হোসেন হত্যার ঘটনায় পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে। ঘটনার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে আটক কলেজ শিক্ষার্থীকে থানায় রাখা হয়েছে এবং তার দেওয়া তথ্য অনুসারে হত্যাকাণ্ডে প্রেমের জটিলতা ও প্রতিশোধের ঘটনা প্রবণতা রয়েছে বলে পুলিশের ধারনা।
রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় আরমানিটোলার পানির পাম্প গলিতে একটি ভবনের সিঁড়ি থেকে জবি শিক্ষার্থী জোবায়েদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত জোবায়েদ ওই ভবনের একজন ছাত্রীকে টিউশনি পড়াতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, মাহির রহমান নামের আরেক কলেজ ছাত্রের সঙ্গে ওই ছাত্রী দীর্ঘদিন প্রেমের সম্পর্ক রাখতেন। পুলিশ ধারণা করছে, জুবায়েদের প্রতি ছাত্রী’র মনোযোগ ও মাহিরের ক্ষোভ হত্যাকাণ্ডে প্রভাব ফেলেছে।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজে শনাক্ত হওয়া দুইজনের মধ্যে একজন মাহির, অন্যজনের নাম এখনও নিশ্চিত হয়নি। দুজনকেই আটকের জন্য একাধিক টিম রাতভর কাজ করছে। এছাড়া হত্যার আগে ছাত্রী ‘লাইভ লোকেশন’ শেয়ার করার ঘটনায় পুলিশের সন্দেহও যাচাই করা হচ্ছে।
জীবনের প্রতি আকর্ষণ থাকা জোবায়েদ আহমেদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি এবং বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন। গত এক বছর ধরে পুরান ঢাকার আরমানিটোলার একটি বাসায় তিনি ওই ছাত্রীকে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান পড়াতেন।
নিহতের পরিবার মামলা করতে চাইলেও বংশাল থানার ওসি কয়েকজনের বিরুদ্ধে একসাথে মামলা দায়েরের বিষয়ে পরামর্শ দিয়েছেন। এছাড়া শিক্ষার্থীরা দ্রুত আসামি গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভও দেখিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টি-টোয়েন্টি: কবে, কোথায়, কখন-দেখুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ভূমিকম্প: আবারও ৪.২ মাত্রার কম্পন
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ৩য় ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি