ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২
সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের জন্য খুশীর বার্তা
নিজস্ব প্রতিবেদক: সঞ্চয়পত্রকে নগদ সম্পদের মতো লেনদেনযোগ্য করার উদ্যোগ নেওয়ার ওপর জোর দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এতে বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে বলে তিনি মন্তব্য করেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আয়োজিত এক সেমিনারে গভর্নর বলেন, “সঞ্চয়পত্র যদি লেনদেনযোগ্য করা যায়, তাহলে বিনিয়োগকারীরা এটি নগদ সম্পদের মতো ব্যবহার করতে পারবেন। এতে শুধু বিনিয়োগকারীদেরই সুবিধা হবে না, বরং আর্থিক বাজারে তারল্য বাড়বে।”
তিনি আরও বলেন, সঞ্চয়পত্রের পাশাপাশি সরকারি ট্রেজারি বন্ডও সহজলভ্য ও লেনদেনযোগ্য হওয়া উচিত। এতে এসব বিনিয়োগের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়বে এবং আর্থিক খাত আরও প্রাণবন্ত হবে।
আহসান এইচ মনসুর উল্লেখ করেন, দেশের বড় বড় অবকাঠামো প্রকল্প যেমন টোলভিত্তিক সড়ক, মহাসড়ক, মেট্রোরেল বা সেতু—এসব প্রকল্পকে বন্ড ইস্যুর মাধ্যমে সিকিউরিটাইজ করা সম্ভব। এর ফলে সরকার দীর্ঘমেয়াদী অর্থায়নের নতুন উৎস পাবে। তিনি বলেন, “বন্ড ইস্যুর মাধ্যমে অবকাঠামো উন্নয়নের তহবিল জোগাড় করা গেলে ব্যাংক নির্ভরতা কমবে এবং আর্থিক ঝুঁকিও হ্রাস পাবে।”
গভর্নর সতর্ক করে বলেন, যদি সরকার ও বেসরকারি খাত শুধু ব্যাংক ঋণের ওপর নির্ভর করে অর্থায়ন করতে থাকে, তবে আর্থিক ব্যবস্থায় স্থায়ী সমস্যা তৈরি হতে পারে। তাই ব্যাংক খাতের চাপ কমাতে বন্ড ও শেয়ারবাজারের বিকাশ অপরিহার্য।
সেমিনারে সাবেক গভর্নর ও অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সরকার ইতোমধ্যেই বন্ড বাজারকে প্রমোট করার উদ্যোগ নিয়েছে। তিনি মনে করেন, সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড ও শরিয়াভিত্তিক সুকুক বাজারের প্রসার হলে সাধারণ বিনিয়োগকারীরা নতুন বিনিয়োগের সুযোগ পাবেন এবং দেশের অর্থনীতিও আরও শক্তিশালী হবে।
‘বন্ড ও সুকুক বাজার: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এই সেমিনারটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। অনুষ্ঠানে অংশ নেন অর্থনীতিবিদ, ব্যাংকার, বাজার সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চলছে টি-২০ ম্যাচ-সরাসরি দেখুন এখানে (LIVE)
- কিছুক্ষণ পর ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-টোয়েন্টি ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- আজ IPL নিলাম: জানুন সময়সূচি-সরাসরি দেখার উপায় (LIVE)
- IPL নিলাম ২০২৬: সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ব্যাটিংয়ে বাংলাদেশ-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শনিবারের ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত
- IPL নিলাম ২০২৬: ৯.২ কোটিতে দল পেল মুস্তাফিজ-জানুন তাসকিনের অবস্থান
- চলছে IPL নিলাম ২০২৬: যে দামে বিক্রি হলেন মুস্তাফিজ
- আগামীকাল IPL নিলাম ২০২৬ : যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই
- আইপিএল নিলাম: দেখুন এখন পর্যন্ত দল পেলেন যারা-বাংলাদেশি ক্রিকেটারদের অবস্থান
- মেলবোর্ন স্টারস বনাম হোবার্ট হারিকেন্স: ব্যাটিংয়ে রিশাদরা-দেখুন সরাসরি (LIVE)
- বাংলাদেশ বনাম নেপালের ম্যাচটি শেষ, দেখুন ফলাফল