ঢাকা, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২

মাঠে ভারত-পাকিস্তান, বাইরে কূটনীতি লড়াই

ইনজামামুল হক পার্থ
ইনজামামুল হক পার্থ

রিপোর্টার

২০২৫ সেপ্টেম্বর ২১ ১৯:২৭:৪৬

মাঠে ভারত-পাকিস্তান, বাইরে কূটনীতি লড়াই

ইনজামামুল হক পার্থ: দুবাইয়ের গরমে উত্তাপ ছাড়িয়ে আজ আবারও ক্রিকেটীয় উত্তেজনা ছড়িয়ে দেবে এশিয়া কাপ। সুপার ফোর পর্বে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তবে আজকের লড়াই শুধুই ব্যাট-বলে সীমাবদ্ধ নয়; মাঠের বাইরের রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা মাঠের নাটককে আরও তীব্র করছে।

সম্প্রতি পেহেলগামে সন্ত্রাসী হামলার পর দুই দেশের সম্পর্ক তলানিতে নেমেছে। তারই প্রভাব দেখা গিয়েছিল আগের ম্যাচে, যেখানে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে করমর্দন এড়িয়ে যান। এমনকি টসের সময়ও দুই অধিনায়কের মধ্যে ঐতিহ্যবাহী করমর্দন দেখা যায়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই ঘটনায় আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের বিরুদ্ধে, যিনি তাদের দাবি অনুযায়ী যথেষ্ট সংবেদনশীল ছিলেন না। আজকের ম্যাচেও পাইক্রফটের দায়িত্ব থাকায় নতুন নাটকীয়তার সম্ভাবনা তৈরি হয়েছে।

আগের ম্যাচগুলোর বিশ্লেষণ দেখলে বোঝা যায় দুই দলের পারফরম্যান্সের পার্থক্য ও অনিশ্চয়তা। চলতি এশিয়া কাপে পাকিস্তান দল গ্রুপ পর্বের তিনটি ম্যাচে ব্যাটিংয়ে তেমন ছাপ ফেলতে পারেনি। ভারতের বিপক্ষে, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে খেলায়ও রান জোগানোতে তারা ব্যর্থ হয়েছে। ভারতের ব্যাটিং ও বোলিং সমন্বয় তুলনামূলকভাবে ভালো থাকলেও, জাসপ্রিত বুমরাহ গ্রুপে মাত্র তিনটি উইকেট নিয়েছেন, যা ভারতের আত্মবিশ্বাসে কিছুটা প্রভাব ফেলেছে। এর ফলে আজকের ম্যাচ শুধুই স্কোরবোর্ডের লড়াই নয়, মানসিক চাপ ও কৌশলগত খেলার দিক থেকেও উত্তেজনাপূর্ণ হবে।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেও এই উত্তেজনা স্পষ্ট। আগের ম্যাচে যেমন পাকিস্তান সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সংবাদ সম্মেলন বর্জন করেছিল, আজও একই পরিস্থিতি। ভারতও করমর্দন ইস্যুতে কোনো নমনীয়তা দেখাচ্ছে না। ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব সংবাদ সম্মেলনে প্রশ্ন এড়িয়ে বলেছেন, “ব্যাট ও বলে দারুণ লড়াই হবে। রুম বন্ধ করো, ফোন বন্ধ করো এবং ঘুমাও। সব কথা থামিয়ে দেওয়ার এটাই সর্বোত্তম পন্থা।”

তবে এসব উত্তেজনার মধ্যেও ক্রিকেটপ্রেমীদের নজর আজও মাঠের দিকে। পারফরম্যান্স, ফলাফল, রাজনৈতিক চাপ—সবকিছুই উপেক্ষা করে তারা চাইছে এক মনোমুগ্ধকর লড়াই, যেখানে জয়-পরাজয়ের উপরে থাকবে খেলাধুলার সৌন্দর্য।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত