ঢাকা, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২

লঙ্কানদের বধ করে রেকর্ডের বন্যায় বাংলাদেশ

২০২৫ সেপ্টেম্বর ২১ ১২:০৭:১৮

লঙ্কানদের বধ করে রেকর্ডের বন্যায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে সুপার ফোরের শুভ যাত্রা শুরু করেছে বাংলাদেশ। ৪ উইকেটের এই জয়ে শুধু গুরুত্বপূর্ণ দুই পয়েন্টই নয়, ব্যক্তিগত অর্জনের খাতায়ও যুক্ত হয়েছে একাধিক নতুন রেকর্ড। ব্যাট হাতে লিটন দাস, বল হাতে মুস্তাফিজুর রহমান নিজেরদের নাম তুলেছেন অনন্য উচ্চতায়।

দুবাইয়ে টস জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১৬৮ রান। শেষের ওভারগুলোতে মুস্তাফিজ ও তাসকিনের নিখুঁত বোলিংয়ে লঙ্কানরা বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়। বিশেষ করে মুস্তাফিজ দুর্দান্ত বোলিংয়ে মাত্র ২০ রান খরচায় তুলে নেন ৩ উইকেট, যা এশিয়া কাপে বাংলাদেশের সেরা টি-টোয়েন্টি বোলিং ফিগার। এর আগে ২৫ রানে ৩ উইকেট নিয়ে এই রেকর্ডটি ছিল আল-আমিন হোসেনের দখলে।

এই টুর্নামেন্টে আল-আমিনের সর্বোচ্চ উইকেটের রেকর্ডেও ভাগ বসিয়েছেন মুস্তাফিজ। এখন পর্যন্ত দুজনেরই সমান ১১ উইকেট রয়েছে। অন্যদিকে ১০ ম্যাচে ১০ উইকেট নিয়ে তাসকিন আছেন কাছাকাছি অবস্থানে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারি তালিকায়ও নতুন অধ্যায় লিখলেন মুস্তাফিজ। ১১৭ ম্যাচেই সাকিব আল হাসানের ১৪৯ উইকেটের রেকর্ডে তিনি সমান হয়েছেন। যদিও সাকিব এই কীর্তি গড়েছিলেন ১২৯ ম্যাচ খেলে।

ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন সাইফ হাসান ও তাওহীদ হৃদয়। ওপেনিংয়ে সাইফ খেলেন ৪৫ বলে ৬১ রানের দারুণ ইনিংস, সঙ্গে হৃদয়ের ব্যাট থেকে আসে ৫৮ রান। লিটন দাস বড় ইনিংস খেলতে না পারলেও ১৬ বলে ২৩ রান করার পথে ছুঁয়ে ফেলেছেন বাংলাদেশের আরেকটি রেকর্ড। তিনি এখন দেশের সর্বোচ্চ টি-টোয়েন্টি রানসংগ্রাহক। সাকিব আল হাসানের ২৫৫১ রান টপকে লিটনের সংগ্রহ দাঁড়িয়েছে ২৫৫৬ (১১৪ ম্যাচ)।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত