ঢাকা, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২

বাংলাদেশের আর্থিক স্বচ্ছতায় যুক্তরাষ্ট্রের ৮ সুপারিশ

২০২৫ সেপ্টেম্বর ২০ ১৬:৪৪:০২

বাংলাদেশের আর্থিক স্বচ্ছতায় যুক্তরাষ্ট্রের ৮ সুপারিশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাজেট ও অর্থ ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা আনার জন্য আটটি নির্দিষ্ট পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সম্প্রতি প্রকাশিত ফিসক্যাল ট্রান্সপারেন্সি রিপোর্ট বা আর্থিক স্বচ্ছতা প্রতিবেদনে এসব সুপারিশ উঠে এসেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বর্তমান অন্তর্বর্তী সরকার পূর্ববর্তী সরকারের তৈরি বাজেট কাঠামো বহাল রাখলেও কিছু সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে। তবে আন্তর্জাতিক মানদণ্ডে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

যুক্তরাষ্ট্রের আট দফা সুপারিশ

১. বছরের শেষ হিসাব প্রতিবেদন যৌক্তিক সময়ে প্রকাশ করা।২. বাজেট নথি আন্তর্জাতিক মানে প্রস্তুত করা।৩. নির্বাহী কার্যালয়ের ব্যয় আলাদাভাবে উপস্থাপন করা।৪. রাজস্ব আয় ও ব্যয়ের পূর্ণাঙ্গ চিত্র বাজেটে অন্তর্ভুক্ত করা।৫. সর্বোচ্চ নিরীক্ষা কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মান অনুযায়ী স্বাধীনতা দেওয়া ও পূর্ণ তথ্যপ্রাপ্তি নিশ্চিত করা।৬. নিরীক্ষা প্রতিবেদন সময়মতো প্রকাশ করা, যেখানে প্রস্তাবনা ও বিস্তারিত তথ্য থাকবে।৭. প্রাকৃতিক সম্পদ আহরণের চুক্তির মূল তথ্য উন্মুক্ত করা।৮. সরকারি ক্রয়ের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, পূর্ববর্তী সরকার বাজেট প্রণয়ন ও নির্বাহী প্রস্তাব অনলাইনে উন্মুক্ত করলেও বছরের শেষ হিসাব প্রকাশে গড়িমসি করেছে। বাজেটকে সাধারণভাবে নির্ভরযোগ্য ধরা হলেও আন্তর্জাতিক মান অনুসরণে ঘাটতি ছিল। বিশেষত, নির্বাহী ব্যয় আলাদা করে উল্লেখ করা হয়নি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের আয়–ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাবও দেওয়া হয়নি।

এছাড়া প্রতিবেদনে আরও বলা হয়, সরকারি নিরীক্ষক সংস্থা আন্তর্জাতিক মান অনুযায়ী পূর্ণ স্বাধীনতা ভোগ করছে না। কিছু সারসংক্ষেপ প্রকাশিত হলেও পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি। প্রাকৃতিক সম্পদ খাতে চুক্তি ও লাইসেন্স প্রদানে স্বচ্ছতা থাকলেও সরকারি ক্রয় প্রক্রিয়ায় সীমিত তথ্য প্রকাশ করা হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার সব সরাসরি ক্রয়পদ্ধতি বন্ধ করে দিয়েছে এবং প্রাকৃতিক সম্পদ আহরণের প্রক্রিয়াকে উন্মুক্ত রেখেছে।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ