ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
সপ্তাহজুড়ে শেয়ারবাজারে ৭ কোম্পানির দাপট
নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১৪-১৮ সেপ্টেম্বর) দরপতন হয়েছে শেয়ারবাজারে। আলোচ্য সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭৩.৮৫ পয়েন্ট বা ১.৩৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৪৯.৯৩ পয়েন্টে। একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১৮১.২৬ পয়েন্ট বা ১.১৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৩৭.৭৭ পয়েন্টে। বাজারের এমন নেতিবাচক পরিস্থিতির মধ্যে উভয় শেয়ারবাজারে দাপট দেখিয়েছে ৭ কোম্পানি। সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- এনভয় টেক্সটাইল, ইউসিবি, টেকনো ড্রাগস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ক্রাউন সিমেন্ট, মিডল্যান্ড ব্যাংক এবং বিডি ফাইন্যান্স। এই কোম্পানিগুলো উভয় শেয়ারবাজারের সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় অবস্থান করেছে।
কোম্পানিগুলোর মধ্যে ডিএসইতে সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি দর বেড়েছে এনভয় টেক্সটাইলের। বিদায়ী সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির দর ৯ টাকা ৬০ পয়সা বা ৫৮.৬৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬১ টাকায়। এর ফলে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকায় শীর্ষে অবস্থান করছে।
সিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কোম্পানিটি। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির দর ৯ টাকা বা ১৬.৬৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৩ টাকায়।
ওই ৭ কোম্পানির মধ্যে ডিএসইতে দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি)। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর ১ টাকা ৫০ পয়সা বা ১৫.৬৩ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ১১ টাকা ১০ পয়সায়। এর ফলে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকায় তৃতীয়তম অবস্থানে উঠে আসে।
একই সময় কোম্পানিটি সিএসইর চতুর্থতম অবস্থানে ছিল। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির দর ১ টাকা ৪০ পয়সা বা ১৪.৫৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১ টাকায়।
ওই ৭ কোম্পানির মধ্যে ডিএসইতে তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে টেকনো ড্রাগসের। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর ৫ টাকা ২০ পয়সা বা ১৪.৮৫ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ৪০ টাকা ৭০ পয়সায়। এর ফলে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকায় ৪র্থতম অবস্থানে উঠে আসে।
একই সময় কোম্পানিটি সিএসইর ষষ্ঠতম অবস্থানে ছিল। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির দর ৪ টাকা ৭০ পয়সা বা ১৩.০৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪০ টাকা ৭০ পয়সায়।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- ডিএসইতে ক্রাউন সিমেন্টে ১৪.১৫ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ১৩.০৬ শতাংশ, বিডি ফাইন্যান্সের ১২.১৫ শতাংশ এবং মিডল্যান্ড ব্যাংকের ১০.৯৯ শতাংশ দর বেড়েছে।
একই সময়ে সিএসইতে কোম্পানিগুলোর মধ্যে- ক্রাউন সিমেন্টের ১৫.১৬ শতাংশ, বিডি ফাইন্যান্সের ১৩.৩৩ শতাংশ, এশিয়াটি ল্যাবরেটরিজের ১২.৭৯ শতাংশ এবং মিডল্যান্ড ব্যাংকের ১১.৫৩ শতাংশ দর বেড়েছে।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ শেষ, কে এগিয়ে?
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, টিকিটসহ জেনে নিন বিস্তারিত