ঢাকা, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২
বিএনপি ফিনিক্স পাখি, ষড়যন্ত্র টিকবে না: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) দুর্বল করার জন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্র চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে নানা ধরনের অপবাদ ও অপপ্রচার চালানো হচ্ছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।
ফখরুল বলেন, গত ৪৭ বছরে দেশের যেকোনো ইতিবাচক অর্জনে বিএনপির অবদান রয়েছে। “আমরা হঠাৎ করেই তৈরি হইনি, দীর্ঘ সংগ্রাম ও লড়াইয়ের মধ্য দিয়ে এখানে এসেছি। আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন—এটাই আমাদের সবচেয়ে বড় গর্ব।”
তিনি আরও বলেন, বিএনপিকে ভাঙার জন্য অতীতে একাধিকবার ষড়যন্ত্র করা হয়েছে। তবে দলটি ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়িয়েছে। “যারা ষড়যন্ত্র করেছে, তারা নিজেরাই টিকতে পারেনি, বরং পালিয়ে গেছে,” যোগ করেন মহাসচিব।
ত্রিবার্ষিক সম্মেলন প্রসঙ্গে ফখরুল বলেন, “এটি কোনো সাধারণ সম্মেলন নয়। ১৫ বছরের দীর্ঘ প্রতিকূলতার পর আজকের এই আয়োজন, অসংখ্য নেতাকর্মীর ত্যাগের ফসল।”
এ সময় স্থানীয় এক নেতার নামে স্লোগান তুললে তিনি বিরক্ত হয়ে তা বন্ধ করতে বলেন। ফখরুল স্পষ্ট জানিয়ে দেন, বিএনপির নেতৃত্বের প্রশ্নে কোনো বিভ্রান্তি নেই। “আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমাদের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া। আর বর্তমান সময়ে আমাদের নেতা তারেক রহমান। অন্য কারো নামে স্লোগান হবে না,” বলেন তিনি।
বক্তব্য শেষে মহাসচিব আবারও সতর্ক করে বলেন, “যে নেতার নামে স্লোগান দেওয়া হবে, তিনি মাইনাস হয়ে যাবেন।”
সম্মেলনে মহাসচিবের বক্তব্যে কর্মীদের উদ্দেশে ঐক্য ও শৃঙ্খলার বার্তাই সবচেয়ে জোরালোভাবে প্রতিফলিত হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ বনাম পাকিস্তান,সরাসরি দেখবেন যেভাবে
- এশিয়া কাপ: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, সরাসরি দেখবেন যেভাবে
- উৎপাদন বন্ধ ৩০ কোম্পানির তালিকা প্রকাশ করেছে ডিএসই
- তালিকাচ্যুত হচ্ছে পাঁচ ব্যাংক, বলির পাঠা শেয়ারবাজারের বিনিয়োগকারীরা!
- শেয়ারবাজারের ১২ কোম্পানির ২ হাজার কোটি টাকার নতুন বিনিয়োগ
- নতুন দিগন্তে বেক্সিমকো, শেয়ারবাজারে আশার আলো
- যেভাবে পাঁচ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে
- এনবিআর-এর ক্যাশ গেইন প্রতিক্রিয়া অতিরঞ্জিত: আনিসুজ্জামান চৌধুরী
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ৬ কোম্পানিতে
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানাল তিন কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৬ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এনভয় টেক্সটাইল
- শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর নতুন আবেদন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু সিরামিক