ঢাকা, শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২
জাতি-ধর্ম নির্বিশেষে রেইনবো নেশন গড়বে বিএনপি: প্রিন্স
নিজস্ব প্রতিবেদক: বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানিয়েছেন, দলটি ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী বা রাজনৈতিক মত নির্বিশেষে সবাইকে নিয়ে একটি রেইনবো নেশন গড়ে তুলবে। এর মাধ্যমে দেশের জনগণকে একটি অন্তর্ভুক্তিমূলক ও ইতিবাচক বাংলাদেশ উপহার দেওয়া হবে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহের হালুয়াঘাটে ধারাবাহিক মতবিনিময় কর্মসূচির অংশ হিসেবে গারো সম্প্রদায়ের মাহারী (গোত্র) ভিত্তিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় অংশ নিয়ে এমরান সালেহ প্রিন্স এই প্রতিশ্রুতি দেন।
তিনি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জনগণকে আহ্বান জানান, তারা বিএনপির পাশে থেকে নিজেদের ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বে অংশ নিক।
সভায় তিনি বলেন, ধর্ম, ভাষা, সংস্কৃতি বা গোত্র নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশী। স্বাধীনতা পরবর্তী সময়ে তৎকালীন আওয়ামী সরকার কেবল বাংলা ভাষা ও সংস্কৃতিকে কেন্দ্র করে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করায় অন্যান্য ভাষা, সংস্কৃতি ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে অবহেলা করা হয়। এর ফলে পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু হয়।
এমরান সালেহ প্রিন্স আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পরবর্তীতে সকল ধর্ম, ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে সংহত করে বাংলাদেশী জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেন। তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য, আওয়ামী লীগ এই জাতীয়তাবাদের মূল ভাবার্থ বিকৃতভাবে তুলে ধরে ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও অন্যান্য ধর্মাবলম্বীদের বিভ্রান্ত করেছে।
তিনি স্পষ্ট করেছেন, বিএনপি কোনও নির্দিষ্ট ধর্ম বা জাতির দল নয়। এটি দেশের সকল ধর্মাবলম্বী ও জাতিগোষ্ঠীর মানুষের দল। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মর্যাদা ও মূল্যায়ন নিশ্চিত করতে, তাদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য অক্ষুন্ন রাখতে এবং চলমান সমস্যার সমাধানের জন্য বিএনপির আগামী সরকার রাষ্ট্রীয় প্রশাসনে পৃথক কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করবে। এটি বেগম খালেদা জিয়ার ভিশন ২০৩০ তেও উল্লেখ আছে।
হালুয়াঘাট পৌর শহরের ইমেক্স হোটেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহবায়ক বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, কাজী ফরিদ আহমেদ পলাশ, চেয়ারম্যান শফিকুর রহমান এবং গারো সম্প্রদায়ের প্রতিনিধি—অপূর্ব ম্রং, শ্যামল রিছিল, আশীষ আজিম, পেরস দারিং, এমিল পথাং, রতন সাংমা, পাস্তর ফরিদ ম্রং, পাস্তর তুরিদ্র পাঠা, উত্তম রাসাং, নির্পন মালসাম, প্রনুয়েল রুরাম, ফ্রান্সিস ঘাগরা, প্রদীপ বাজি, লিরা চিরান, শ্রিয়া চিরান, প্রলয় রংদী, সাধুচরণ আজিম প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- ব্রাজিল বনাম সেনেগাল: কবে, কখন-যেভাবে দেখবেন খেলাটি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ফার্মা খাতের ১৮ কোম্পানি, দেখুন এক নজরে
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা: রেকর্ড পরিমাণ অর্থ পাবে মেসিরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বস্ত্র খাতের ২১ কোম্পানি, দেখুন এক নজরে
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি