ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২
শুল্ক বোঝা এড়াতে ইইউর সঙ্গে এফটিএ চুক্তির চেষ্টা বাংলাদেশের
.jpg)
ডুয়া ডেস্ক: নির্বাচিত বাণিজ্য সুবিধা বজায় রাখতে বাংলাদেশ আগামি বছর নভেম্বরে এলডিসি তালিকা থেকে উত্তরণের পর ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য প্রধান বাণিজ্য অংশীদারদের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করতে চায়। দেশের রপ্তানিকারকদের স্বার্থে এ চুক্তি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বাণিজ্য সচিব।
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, গত মাসে ইইউকে চিঠি পাঠিয়ে বাংলাদেশ এফটিএ করার আগ্রহ জানিয়েছে। এই বিষয়ে আগামী ২৯ সেপ্টেম্বর অভ্যন্তরীণ বৈঠক ডাকা হয়েছে। তিনি বলেন, “দুই প্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও ভিয়েতনাম ইতোমধ্যেই ইইউর সঙ্গে এফটিএ করেছে। বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য এ চুক্তি জরুরি।”
যদি বাংলাদেশ ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি না করে, তবে ২০২৯ সাল থেকে বাংলাদেশি রপ্তানিতে ১২ শতাংশ শুল্ক ধার্য হবে। বর্তমানে ইইউ বাংলাদেশের রপ্তানির ৬০ শতাংশ বা বার্ষিক ২৫ বিলিয়ন ডলারেরও বেশি পণ্য কেনে।
অপরদিকে বাংলাদেশ জিএসপি প্লাস মর্যাদা অর্জনের চেষ্টা করছে। তবে সুশাসন, শ্রম অধিকার, মানবাধিকার ও পরিবেশ সুরক্ষাসহ ৩২টি আন্তর্জাতিক সনদ অনুমোদন প্রয়োজন, যা জটিলতার কারণে কঠিন। ফলে বিকল্প হিসেবে এফটিএই সম্ভাব্য সমাধান হিসেবে দেখা হচ্ছে।
যুক্তরাজ্য তাদের ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিমে ২০৩৫ পর্যন্ত বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। তবে শর্ত হলো ২৫ শতাংশ স্থানীয় মূল্য সংযোজন। একইভাবে অস্ট্রেলিয়া ৫০ শতাংশ স্থানীয় সংযোজন শর্তে শুল্কমুক্ত সুবিধা দিতে রাজি হয়েছে, যা পোশাক খাতের জন্য কঠিন। মাহবুবুর রহমান জানিয়েছেন, এ সীমা ৩০ শতাংশে নামানোর জন্য অস্ট্রেলিয়ার কাছে অনুরোধ পাঠানো হবে।
বাংলাদেশ ইতিমধ্যেই জাপানের সঙ্গে চূড়ান্ত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) আলোচনার পর্ব শেষ করেছে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে কমপ্রিহেনসিভ ইকোনোমিক পার্টনারশিপ (সিইপিএ) আলোচনাও এগোচ্ছে। কানাডার সঙ্গেও আলোচনার প্রস্তাব পাঠানো হয়েছে, তবে এখনো তারিখ নির্ধারিত হয়নি।
এছাড়া বাংলাদেশ আসিয়ান ও রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনোমিক পার্টনারশিপ (আরসিইপি)-এ যোগ দেওয়ার জন্য বিশেষ আলোচক দল গঠন করেছে। তবে এখন পর্যন্ত বাংলাদেশের এফটিএ সাফল্য সীমিত; একমাত্র স্বাক্ষরিত চুক্তি ভুটানের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ), যা ২০২০ সালে স্বাক্ষরিত হয়েছে।
ভারতের সঙ্গে সিইপিএ আলোচনা শেষ হয়েছে দুই বছরের বেশি আগে, কিন্তু চুক্তি স্বাক্ষর হয়নি। যুক্তরাষ্ট্রের সঙ্গেও বাণিজ্য চুক্তির তারিখ নির্ধারিত হয়নি বলে সচিব জানান।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- শেয়ারবাজারে ইতিহাস গড়লেন ‘ছাগল-কাণ্ডের’ সেই মতিউর
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- শেয়ার কারসাজিতে শ্যালক–দুলাভাইর দেড় কোটি টাকা জরিমানা
- চার কোম্পানির আর্থিক অনিয়মের দায়ে নিষিদ্ধ হচ্ছে ৬ নিরীক্ষা প্রতিষ্ঠান
- সোনালী পেপারের কারসাজিতে জেনেক্স ইনফোসিসের পরিচালকদের জরিমানা