ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২

আসিফ নজরুল

'বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে ডিগ্রির চেয়ে সক্ষমতা বেশি জরুরি'

২০২৫ ডিসেম্বর ২১ ২১:০৪:৩৮

'বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে ডিগ্রির চেয়ে সক্ষমতা বেশি জরুরি'

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের শুধু ডিগ্রি অর্জন করলেই চলবে না, বরং সক্ষমতা, শৃঙ্খলা ও বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

রোববার (২১ ডিসেম্বর) পূর্বাচল নতুন শহরে অবস্থিত স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) সপ্তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। এবারের সমাবর্তনটি উৎসর্গ করা হয়েছে সদ্য প্রয়াত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের বীর যোদ্ধা শরিফ ওসমান বিন হাদির স্মরণে।

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, "দক্ষতাকে শুধু লক্ষ্য নয়, অভ্যাসে পরিণত করতে হবে। সততাকে নীতি নয়, নিজের পরিচয় বানাতে হবে এবং দেশপ্রেমকে কেবল আবেগ হিসেবে না রেখে আচরণে রূপ দিতে হবে।" দেশের প্রাতিষ্ঠানিক দুর্বলতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরে আমরা ব্যক্তি পর্যায়ে অনেক অর্জন করলেও শক্তিশালী ও টেকসই প্রতিষ্ঠান গড়ে তুলতে পারিনি। গত দেড় দশকে পুলিশ, বিচার বিভাগ ও প্রশাসনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর ভিত দুর্বল করে দেওয়া হয়েছে। অর্জনকে টেকসই করতে হলে ব্যক্তি বা পরিবারের ঊর্ধ্বে উঠে প্রতিষ্ঠানকে গুরুত্ব দিতে হবে।

বক্তব্যের এক পর্যায়ে শহীদ ওসমান হাদির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আসিফ নজরুল বলেন, "আমি জীবনে কখনো হাদির জানাজার মতো এত বড় জনসমুদ্র দেখিনি। হাদি কখনো নিজের কথা ভাবতেন না, তিনি সবসময় ইনসাফ ও ন্যায়ের কথা ভাবতেন। তাঁর সততা ও কর্মীদের প্রতি ভালোবাসা বর্তমান প্রজন্মের নেতাদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত।"

সমাবর্তন বক্তা হিসেবে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী ও সাহসী। প্রযুক্তি বিকাশের এই যুগে শিক্ষাকে কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ না রেখে বাস্তবমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের এগিয়ে আসতে হবে। তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণে গ্র্যাজুয়েটদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগের মোট ৬৭২ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। কৃতিত্বপূর্ণ ফলের জন্য ৩ জনকে ‘চ্যান্সেলর’স গোল্ড মেডেল’, ৪ জনকে ‘ভাইস-চ্যান্সেলর সিলভার মেডেল’ এবং ২০ জনকে ‘ডিনস অ্যাওয়ার্ড’ দেওয়া হয়।

স্টেট ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আখতার হোসেন খানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের প্রেসিডেন্ট ডা. এ এম শামীমসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০০২ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি এ পর্যন্ত ১৫ হাজারের বেশি গ্র্যাজুয়েট তৈরি করেছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত