ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২

রাজস্বে ১৫ শতাংশ প্রবৃদ্ধি সত্ত্বেও ঘাটতি ২৪ হাজার কোটি টাকা

২০২৫ ডিসেম্বর ২১ ২৩:৪৮:০৮

রাজস্বে ১৫ শতাংশ প্রবৃদ্ধি সত্ত্বেও ঘাটতি ২৪ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সোয়া ১৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করলেও বিশাল লক্ষ্যমাত্রার ভারে ঘাটতির জাল থেকে বের হতে পারেনি। এই সময়ে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রার চেয়ে ২৪ হাজার ৪৭ কোটি ৫৫ লাখ টাকা পিছিয়ে আছে প্রতিষ্ঠানটি।

রোববার (২১ ডিসেম্বর) এনবিআরের পরিসংখ্যান বিভাগ থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, অর্থবছরের প্রথম ৫ মাসে ১ লাখ ৪৮ হাজার ৯৭৬ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৭৩ হাজার ২৩ কোটি ৫৫ লাখ টাকা।

এনবিআরের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, সবচেয়ে বেশি ঘাটতি হয়েছে আয়কর খাতে। এই খাতে ৫৯ হাজার ৯৯৫ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ১২ হাজার ১১৪ কোটি টাকার ঘাটতি হয়েছে। এছাড়া আমদানি শুল্ক খাতে ৮ হাজার ১১৫ কোটি টাকা এবং ভ্যাট বা মূসক খাতে ৩ হাজার ৮৩৫ কোটি টাকার ঘাটতি রয়েছে। যদিও প্রবৃদ্ধির হিসেবে ভ্যাট খাতে সর্বোচ্চ ২১.৯৭ শতাংশ এবং আয়কর খাতে ১৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

শুধু নভেম্বর মাসের হিসেবেও লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। এই মাসে ৩৬ হাজার ৩২৬ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ২৯ হাজার ২৫৯ কোটি টাকা। এনবিআর সংশ্লিষ্টরা মনে করছেন, দেশের ব্যবসা-বাণিজ্যে চলমান শ্লথগতির কারণে রাজস্ব আদায়ের গতি লক্ষ্যমাত্রার তুলনায় কিছুটা ধীর। উল্লেখ্য, চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এনবিআরের মাধ্যমে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত