ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

শেষ মুহূর্তের বিস্ময়, শ্মশানেই প্রাণের জয়

২০২৫ সেপ্টেম্বর ১৬ ১৮:৩৩:২১

শেষ মুহূর্তের বিস্ময়, শ্মশানেই প্রাণের জয়

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ওড়িশা রাজ্যের পুরীতে এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। ৮৬ বছর বয়সী এক বৃদ্ধা কে মৃত ভেবে দাহের জন্য শ্মশানে নেওয়া হয়েছিল। তবে শেষকৃত্যের আগ মুহূর্তে দেখা যায়, তিনি জীবিত।

স্থানীয়রা জানিয়েছেন, অন্ধ্র প্রদেশের বাসিন্দা পি. লক্ষ্মী মেয়ের জামাইয়ের বাড়ি পোলাসারা এলাকায় গিয়েছিলেন। হঠাৎ অচেতন হয়ে পড়ায় পরিবার মনে করেছিল তিনি মারা গেছেন। এরপর শ্মশানে দাহের জন্য ব্যবস্থা নেওয়া হয়।

তবে শ্মশানে উপস্থিত নিরাপত্তারক্ষী ও কর্মীরা লক্ষ্য করেন, তিনি শ্বাস নিচ্ছেন। স্বর্গদ্বারের ম্যানেজার ব্রজ কিশোর সাহু জানান, মৃত ব্যক্তি দাহের জন্য মৃত্যুসনদ, আধার কার্ডসহ অন্যান্য কাগজপত্র প্রয়োজন। পরিবার সেই কাগজপত্র দিতে না পারায় এবং শ্বাসপ্রশ্বাস লক্ষ্য হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, বৃদ্ধার হৃদযন্ত্র ও কিডনি সচল, কিন্তু মস্তিষ্ক সাড়া দিচ্ছে না। তার অবস্থা আশঙ্কাজনক।

নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত