ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

লুক্সেমবার্গ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে

২০২৫ সেপ্টেম্বর ১৬ ১৭:১৮:২৮

লুক্সেমবার্গ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের দেশ লুক্সেমবার্গ ঘোষণা দিয়েছে, তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের শীর্ষ সম্মেলনে তারা ফ্রান্স, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা ও বেলজিয়ামের সঙ্গে মিলিত হয়ে এই উদ্যোগকে এগিয়ে নেবে।

মঙ্গলবার আল-আরাবিয়া মাধ্যমে জানানো হয়, লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, “সাম্প্রতিক মাসগুলোতে পরিস্থিতি যথেষ্ট অবনতি হয়েছে। দুই রাষ্ট্রভিত্তিক সমাধান এখনও প্রাসঙ্গিক, এবং বিশ্বজুড়ে একটি আন্দোলন গড়ে উঠেছে। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আমরা এতে ইতিবাচক ভূমিকা রাখতে চাই।”

এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, এই ধরনের স্বীকৃতি হামাসকে উৎসাহিত করছে।

পরিস্থিতি আরও জটিল হয়েছে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করার পর। এতে গাজায় প্রায় ৬৪,৯০০ জনের মৃত্যু হয়েছে, যার অধিকাংশই বেসামরিক। সম্প্রতি জাতিসংঘের তদন্তে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় ‘গণহত্যা’ চালানোর অভিযোগও আনা হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, ইউরোপের একের পর এক দেশের স্বীকৃতি ফিলিস্তিনের রাষ্ট্রীয় মর্যাদা ও আন্তর্জাতিক সমর্থন আরও জোরদার করবে।

নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত