ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

আড়াই লাখ টাকা পর্যন্ত কৃষি ঋণে সিআইবি চার্জ মওকুফ

২০২৫ সেপ্টেম্বর ১৬ ০১:২২:২২

আড়াই লাখ টাকা পর্যন্ত কৃষি ঋণে সিআইবি চার্জ মওকুফ

নিজস্ব প্রতিবেদক: কৃষি ও পল্লিঋণের ক্ষেত্রে ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) চার্জ আদায় করা হবে না বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর অর্থ হলো, ব্যাংক ও তাদের নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে কৃষি ঋণ বিতরণের সময় গ্রাহকদের সিআইবি রিপোর্টের জন্য কোনো ফি দিতে হবে না।

সোমবার (১৫ সেপ্টেম্বর) কৃষিঋণ বিভাগের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পূর্বে ব্যাংকগুলোকে চার্জ মওকুফের সুযোগ দেওয়া হলেও কিছু প্রতিষ্ঠান তা সঠিকভাবে অনুসরণ করেনি। কৃষিঋণ ঘোষণার পর কিছু ব্যাংক চার্জ আদায়ের জন্য আবেদন করলেও, নতুন প্রজ্ঞাপনে আগের সিদ্ধান্তকে বহাল রেখে স্পষ্ট করা হয়েছে যে, ২ লাখ ৫০ হাজার টাকার নিচে কৃষি ঋণে নির্ধারিত সুদ ব্যতীত অন্য কোনো চার্জ, প্রসেসিং ফি বা মনিটরিং ফি নেওয়া যাবে না।

বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের প্রধান উদ্দেশ্য হলো কৃষকদের জন্য ঋণ প্রাপ্তি প্রক্রিয়াকে আরও সহজ এবং সুবিধাজনক করা।

উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরের জন্য বাংলাদেশ ব্যাংক কৃষি ও পল্লি খাতে ৩৯ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে বিতরণ করা যেকোনো ঋণের জন্য সিআইবি রিপোর্ট বাধ্যতামূলক হলেও, ২ লাখ ৫০ হাজার টাকার নিচের ঋণের ক্ষেত্রে এই চার্জ মওকুফ থাকবে।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত