ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

এনবিআর: যুগ্ম কর কমিশনার অবসরে, কর পরিদর্শক বরখাস্ত

২০২৫ সেপ্টেম্বর ১৫ ২৩:৩৭:৩৫

এনবিআর: যুগ্ম কর কমিশনার অবসরে, কর পরিদর্শক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) যুগ্ম কর কমিশনার মো. জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এবং গাজীপুরের কর পরিদর্শক কাজী নূরে সোহেলাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় ও এনবিআর থেকে ১৫ সেপ্টেম্বর জারি করা পৃথক আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে ইস্যু করা আদেশে উল্লেখ করা হয়েছে যে, কর অঞ্চল-১৬ এ কর্মরত যুগ্ম কর কমিশনার জাহাঙ্গীর আলমের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় এবং জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন বলে বিবেচিত হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার ক্ষমতাবলে তাকে অবসর প্রদান করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন।

অন্যদিকে, এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান স্বাক্ষরিত অপর আদেশে কর পরিদর্শক কাজী নূরে সোহেলার বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগ আনা হয়েছে। আদেশে বলা হয়েছে, তার বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩ (খ) এবং ৩ (গ) অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার বিধি ১২ অনুযায়ী কর্তৃপক্ষ চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন মনে করে। উক্ত বিধিমালার বিধি ১২(১) অনুযায়ী তাকে গাজীপুর কর কমিশনারের কার্যালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগপূর্বক সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত