ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২
লালনের কণ্ঠ থেমে গেল, চলে গেলেন ফরিদা পারভীন
.jpg)
নিজস্ব প্রতিবেদক : লালনের গানকে শহর থেকে গ্রামে, দেশ থেকে বিদেশে ছড়িয়ে দেওয়া কিংবদন্তি কণ্ঠশিল্পী ফরিদা পারভীন আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ১৩ সেপ্টেম্বর ২০২৫, রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সাংগীতিক সাধিকা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
বাংলা সংগীতের ইতিহাসে ফরিদা পারভীনের নাম মানেই লালনের দর্শনের একটি জীবন্ত রূপ। তার কণ্ঠে ‘খাঁচার ভিতর অচিন পাখি’, ‘আমি কোথায় গেলে পাবো সাঁই’, ‘সত্য বল সুপথে চল’ গানগুলো পেয়েছে এক অনন্য মাত্রা। অনেকে বলেন, তিনি লালনের গানকে এনে দিয়েছেন শুদ্ধতা, গাম্ভীর্য ও সৌন্দর্যের এক নতুন ধারা।
নাটোরে জন্ম হলেও ফরিদা পারভীনের শৈশব কেটেছে কুষ্টিয়ায়, লালনের আখড়ার কাছাকাছি। সংগীতের হাতেখড়ি মাগুরায়, পরে তালিম নেন দেশের নানা গুণী ওস্তাদদের কাছে। যদিও তার সংগীত জীবন শুরু হয়েছিল নজরুলগীতি দিয়ে, কিন্তু পরবর্তীতে লালনের গানের মাঝেই খুঁজে পান নিজের আত্মা।
১৯৭৩ সাল থেকে গুরু মোক্ষেদ আলী সাঁইয়ের কাছে লালনের গানে আনুষ্ঠানিক তালিম নেন ফরিদা পারভীন। এর পর থেকেই শুরু হয় তার অনন্য সংগীতযাত্রা। বাউল সাধক লালনের গানকে শাস্ত্রীয় ভঙ্গি ও আধুনিক বাদ্যযন্ত্রের সহায়তায় উপস্থাপন করে তিনি এনে দেন এক নান্দনিক বিপ্লব।
জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে পেয়েছেন বহু পুরস্কার ও স্বীকৃতি। একুশে পদক (১৯৮৭), জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১৯৯৩), জাপানের ফুকুওকা এশিয়ান কালচারাল পুরস্কার (২০০৮)সহ নানা সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। তবে সবকিছুর ঊর্ধ্বে ফরিদা পারভীনের সবচেয়ে বড় পুরস্কার ছিল মানুষের ভালোবাসা।
শুধু লালনের গান নয়, আধুনিক গান, দেশের গান এবং চলচ্চিত্রেও কণ্ঠ দিয়েছেন তিনি। তবে লালনের গানেই তিনি নিজেকে সর্বোচ্চভাবে উজাড় করে দিয়েছিলেন।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যেমন ঠাকুরবাড়ির ছায়ায় লালনকে নিয়ে এসেছিলেন উচ্চবিত্তদের কাছে, তেমনি ফরিদা পারভীন তাকে পৌঁছে দেন শহুরে মধ্যবিত্ত শ্রেণি থেকে শুরু করে আন্তর্জাতিক মঞ্চেও। ইউরোপ, আমেরিকা, জাপানের নানা আয়োজনে তার গাওয়া লালনের গান পৌঁছে দেয় ‘মানবতার সার্বজনীন ভাষা’।
তার প্রয়াণে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তবে ফরিদা পারভীনের গাওয়া গান, তার সাধনা ও সংগ্রাম চিরকাল বেঁচে থাকবে লালনের ভাষ্য হিসেবে। নতুন প্রজন্মকে অনুপ্রেরণা দেবে মানবতাবাদী চেতনায় বিশ্বাস রাখতে।
ফরিদা পারভীনের প্রয়াণে শেষ হলো এক অধ্যায়, শুরু হলো উত্তরাধিকারের দায়।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- পাঁচ কোম্পানির কারণে থমকে গেল শেয়ারবাজারের উত্থান
- ২২৭ কোটি টাকায় টোটালগাজ কিনে নিল ওমেরা পেট্রোলিয়াম
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত