ঢাকা, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

মনুষ্যত্ব অর্জন করুন, পশুত্ব বর্জন করুন: তারেক রহমান

২০২৫ সেপ্টেম্বর ১৩ ২০:২৬:৩৮

মনুষ্যত্ব অর্জন করুন, পশুত্ব বর্জন করুন: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মন্তব্য করেছেন যে, দেড় দশকেরও বেশি সময় ধরে নাগরিক হিসেবে সব গণতান্ত্রিক-রাজনৈতিক অধিকার হারানোর কারণে অনেকের মনে এক ধরনের অসহিষ্ণুতা জন্ম নিয়েছে। তিনি এই অসহিষ্ণুতা কাটিয়ে একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য মনুষ্যত্ব অর্জন আর পশুত্ব বর্জন করার অঙ্গীকারের ওপর জোর দিয়েছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 'প্রাণী ও প্রাণের মিলন মেলা' শীর্ষক প্রদর্শনীতে ভার্চুয়ালি যোগ দিয়ে তারেক রহমান এসব কথা বলেন। বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই প্রদর্শনীর আয়োজন করে।

তারেক রহমান বলেন, যখন মানুষ প্রাণীদের প্রতি সহানুভূতিশীল হয় এবং তাদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করে, তখন তা মানবসমাজের পরিপক্বতা এবং উন্নত নৈতিকতার প্রতিফলন ঘটায়। তিনি মনে করেন, মানুষের নিজের প্রয়োজনেই প্রাণীদের বাঁচিয়ে রাখা এবং তাদের আবাস অক্ষত রাখা দরকার।

তিনি ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন যে, গণতন্ত্রের সঙ্গে মানুষের অধিকারের সম্পর্ক ঠিক যেমন বাস্তুতন্ত্রের সঙ্গে পশুপাখি এবং বন্যপ্রাণীর অধিকারের সম্পর্ক। সুতরাং, রাষ্ট্র-রাজনীতিতে গণতন্ত্র এবং শুদ্ধাচার প্রতিষ্ঠিত থাকলে বাস্তুতন্ত্রও নিরাপদ থাকে। এই সময় তিনি 'প্রাণ বাঁচাও, প্রাণী বাঁচাও, দেশ হোক সব প্রাণের নিরাপদ আশ্রয়স্থল' স্লোগান দেন।

প্রাণিকুলের গুরুত্ব তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যাঙের উদাহরণ দিয়ে বলেন যে, ব্যাঙ এডিস মশার লার্ভা খেয়ে মশার বিস্তার রোধে সাহায্য করে। এটি একটি প্রাকৃতিক উপায়। তাই বিষাক্ত মশার বিস্তার রোধের জন্য, বিশেষ করে শহরে-নগরে ব্যাঙের নিরাপদ আবাসস্থল তৈরি করা দরকার।

আন্তর্জাতিক সংস্থার জরিপ তুলে ধরে তারেক রহমান বলেন, দেশে ১ হাজার ৬০০’র বেশি প্রজাতির প্রাণী ছিল, যার মধ্যে প্রায় ৩০০ প্রজাতি বিলুপ্তির মুখে চলে গেছে। তিনি আশির দশকে সুন্দরবনে ৪০০’র বেশি বাঘ থাকার কথা উল্লেখ করে বলেন, সর্বশেষ জরিপে বাঘের সংখ্যা কমে এখন একশ’র কাছাকাছি এসে দাঁড়িয়েছে। হাতির সংখ্যাও কমে ২০০’র নিচে চলে এসেছে।

তিনি আরও বলেন, প্রাণীকল্যাণ আইন ২০১৯, বন্যপ্রাণীর সংরক্ষণ নিরাপত্তা আইন, জীববৈচিত্র্য রক্ষা আইন, পরিবেশ উন্নয়ন আইন, পরিবেশ সংরক্ষণ আইন, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইনসহ সংশ্লিষ্ট বিষয়ে দেশের অনেকগুলো আইন রয়েছে। তারেক রহমান প্রতিশ্রুতি দেন যে, ইনশাআল্লাহ, জনগণ যদি বিএনপিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেয়, তবে পশুপাখি, বন্যপ্রাণী তথা বাস্তুতন্ত্রের নিরাপত্তার জন্য এই আইনগুলো সময়োপযোগী করা হবে, কারণ এই আইনগুলোর অনেকগুলোর পরিবর্তন প্রয়োজন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল হাই শিকদার, বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মি আকতার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান, চিত্রনায়িকা আইরিন সুলতানা, এবং বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বিভিন্ন সদস্য ও বিশিষ্ট ব্যক্তিগণ।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

জাকসু নির্বাচন: ভিপি হলেন জিতু, জিএস মাজহারুল

জাকসু নির্বাচন: ভিপি হলেন জিতু, জিএস মাজহারুল

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্যানেলের আব্দুর রশিদ জিতু এবং সাধারণ সম্পাদক... বিস্তারিত