ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২
সড়ক দুর্ঘটনা রোধে উন্নত পরিবহন যুক্ত করতে হবে: বাণিজ্য উপদেষ্টা
.jpg) 
                                    সড়ক দুর্ঘটনা রোধে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, পাশাপাশি উন্নতমানের যানবাহন সংযোজনের ওপরও জোর দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ মো. বশির উদ্দিন। তার মতে, অনিরাপদ সড়ক একদিকে প্রাণহানি ঘটায়, অন্যদিকে বিনিয়োগ ও উৎপাদন কার্যক্রমে বড় ধরনের ব্যাঘাত ঘটায়। ফলে দেশের সামগ্রিক অর্থনীতির গতিও কমে যায়।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চীনা দূতাবাস আয়োজিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশন-২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, প্রতি বছর সড়ক দুর্ঘটনায় অগণিত মানুষের প্রাণহানি ঘটে। অনেক সময় একটি দুর্ঘটনা পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সড়কের অবকাঠামো আধুনিক করতে হবে। পাশাপাশি যাত্রীবাহী ও পণ্যবাহী পরিবহনকে উন্নতমানের গাড়িতে রূপান্তর করা জরুরি। অন্যথায় সড়কের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।
তিনি আরও উল্লেখ করেন, চীন-বাংলাদেশ যৌথ সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নিতে এই প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রাচীন সিল্ক রোডের ভাবনা নতুনভাবে কাজে লাগানোর সুযোগও তৈরি হবে এ উদ্যোগ থেকে।
উপদেষ্টা জানান, প্রদর্শনীতে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর মধ্যে কিছু ব্যাংক, আইন সংস্থা ও পরামর্শক প্রতিষ্ঠান অংশ নিয়েছে, যারা চীনা বিনিয়োগ বাস্তবায়নে সহায়তা করবে। তিনি জানান, গত বছর চীনা বিনিয়োগে প্রায় ৩০০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে উভয় পক্ষ আরও নিবিড়ভাবে কাজ করলে দেশের সামগ্রিক সক্ষমতা বাড়বে।
এ প্রদর্শনীতে অংশ নিয়েছে চীনের ৩২টি প্রতিষ্ঠান। অবকাঠামো, প্রযুক্তি, টেলিযোগাযোগ, স্বাস্থ্য, কৃষি, শক্তি, পরিবহন ও লজিস্টিক খাতের পণ্য ও সেবা প্রদর্শন করছে তারা। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে পদ্মা সেতুর নির্মাতা চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড, কৃষি ও প্রযুক্তি প্রতিষ্ঠানসহ হুয়াওয়ের মতো শীর্ষ কোম্পানি।
বাংলাদেশে চীনা প্রতিষ্ঠানগুলোর আর্থিক সেবাদাতা হিসেবে অংশ নিয়েছে আটটি ব্যাংক সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক ও প্রাইম ব্যাংকসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সবুর হোসাইন এবং অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
 
                         
                    -300x200.jpg) 
            -300x200.jpg) 
            -300x200.jpg) 
            -300x200.jpg) 
             
            -300x200.jpg) 
             
            -300x200.jpg) 
            -300x200.jpg) 
             
                    -100x66.jpg) 
                    