ঢাকা, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

পল্লীবিদ্যুৎ কর্মীদের সতর্কবার্তা দিলেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা

২০২৫ সেপ্টেম্বর ১১ ১৯:৫২:৪৬

পল্লীবিদ্যুৎ কর্মীদের সতর্কবার্তা দিলেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আন্দোলনরত পল্লীবিদ্যুৎ কর্মীদের অবিলম্বে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন যে, কর্মীরা দ্রুত কাজে ফিরে না এলে গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী তাদের গণছুটি আন্দোলনের মধ্যে নির্বাচনবিরোধী শক্তির সংশ্লিষ্টতা থাকার বিষয়টি প্রমাণিত হবে। বৈষম্য দূরীকরণ ও হয়রানিমূলক পদক্ষেপ বন্ধসহ চার দফা দাবিতে গত রোববার থেকে পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে রয়েছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে পল্লীবিদ্যুৎ কর্মীদের আন্দোলন নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা ফাওজুল কবির খান এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, আন্দোলনকারীদের দাবিগুলো সরকার বিবেচনায় নিচ্ছে এবং সরকার যথেষ্ট সহনশীলতা দেখাচ্ছে; এখন পর্যন্ত কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

উপদেষ্টা আরও বলেন, "আমাদের কাছে হাজার হাজার লোক আসতেছে আর বলতেছে, যারা গণছুটিতে গেছেন তাদের কাজগুলো তারা করতে চান।" তিনি দৃঢ়ভাবে বলেন, "আমাদের বিকল্প ব্যবস্থা আছে। হাজার হাজার লোক আমাদের সঙ্গে যোগাযোগ করছে বিকল্প হিসেবে তাদের নিয়োগ দেওয়ার জন্য।" তিনি আশা প্রকাশ করেন যে এমন পরিস্থিতি তৈরি হবে না এবং যারা গণছুটিতে আছেন, তারা সহসাই কাজে ফিরে আসবেন।

ফাওজুল কবির খান হুঁশিয়ারি দেন, কোনো রকম নাশকতামূলক কাজ বা অন্য সহকর্মীদের বাধা দেওয়ার মতো কাজ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্পষ্ট করে বলেন, সরকার অনির্দিষ্টকাল ধরে গণছুটিতে থাকা কর্মীদের জন্য অপেক্ষা করবে না। আন্দোলনকারীদের দাবি নিয়ে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, "যদি না ফেরে তবে বিধি অনুযায়ী যে আইনানুগ ব্যবস্থা, সেটা আমরা নেব।"

আন্দোলনকারী কর্মীদের সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, "ছুটিতে যে আছে তার সঙ্গে বসবেন কেন? কাজে থাকতে হবে, কাজে থাকলে তার সঙ্গে কথা হতে পারে।" তিনি যোগ করেন, সামনে নির্বাচন থাকায় অনেকে নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে এবং গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে যে নির্বাচনবিরোধী শক্তি এই আন্দোলনের মধ্যে থাকতে পারে। তিনি বিশ্বাস করেন, পল্লী বিদ্যুতের কর্মীরা হয়তো ভুল বোঝাবুঝির কারণে বাইরে আছেন এবং তারা সহসাই ফিরে আসবেন। তবে, "যদি কাজে ফিরে না আসেন, তবে ওই ধারণাটাই নিশ্চিত হবে যে, এর পেছনে অন্য কারো ইন্ধন আছে।"

উল্লেখ্য, গত শনিবার বিদ্যুৎ বিভাগ জানিয়েছিল, কর্মকর্তা-কর্মচারীরা ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ না দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত