ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্ম উপদেষ্টা খালিদ হোসেনের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মিয়া শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসলামাবাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ এবং ভবিষ্যতে এটি আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শাহবাজ শরিফ নিউইয়র্ক ও কায়রোতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের প্রসঙ্গও তুলে ধরে তাঁর দারিদ্র্য দূরীকরণের অবদান ও দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার ক্ষেত্রে প্রধান উপদেষ্টার উদ্যোগকে স্বাগত জানান।
সাক্ষাতে ধর্ম উপদেষ্টা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর হাতে একটি চিঠি হস্তান্তর করেন। চিঠিতে পাকিস্তানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের প্রতি প্রফেসর ইউনূস গভীর সমবেদনা জানিয়েছেন এবং উল্লেখ করেছেন, বাংলাদেশের জনগণ এই দুর্যোগে ভ্রাতৃপ্রতিম পাকিস্তানের পাশে রয়েছে এবং প্রয়োজনে ত্রাণ ও পুনর্বাসনে সহায়তা করতে প্রস্তুত।
আলোচনায় ঢাকা-করাচী সরাসরি ফ্লাইট পুনঃচালু, উচ্চশিক্ষায় শিক্ষার্থী বিনিময় এবং বৃত্তি কর্মসূচি সম্প্রসারণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। ইতিমধ্যেই পাকিস্তান সরকার অনার্স থেকে পিএইচডি পর্যায় পর্যন্ত পড়াশোনার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০টি বৃত্তি অনুমোদন দিয়েছে।
সাক্ষাতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, ধর্ম বিষয়ক ও আন্তঃধর্মীয় সম্প্রীতি মন্ত্রী সরদার ইউসুফ খান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতা তারার এবং ইসলামাবাদে বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খানসহ দুই দেশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- বিএনপির মনোনয়নে শেয়ারবাজারে ঝড় তুলেছে তিন কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৪৪ কোম্পানির ইপিএস