ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

কেরানীগঞ্জে হবে বিডিআর হত্যাকাণ্ডের বিচার, গেজেট প্রকাশ

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জানুয়ারি ১২ ২০:২২:৫০
কেরানীগঞ্জে হবে বিডিআর হত্যাকাণ্ডের বিচার, গেজেট প্রকাশ

ডুয়া নিউজ: সরকার বিডিআর হত্যাকাণ্ডের বিচারকাজ পরিচালনার জন্য স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসা ও কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠের পরিবর্তে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের সন্নিকটের অস্থায়ী আদালত ভবনকে ব্যবহার করা হবে।

এ লক্ষ্যে ১২ জানুয়ারি (রোববার) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় গেজেট প্রকাশ করেছে যা নির্দেশ করে যে বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মামলাগুলোর বিচার এই অস্থায়ী আদালতে অনুষ্ঠিত হবে। সরকারি আদেশে উল্লেখ করা হয় যে, ১৮৯৮ সালের কোড অব ক্রিমিনাল প্রসিডিউর এর অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লিখিত আদেশে বলা হয়েছে যে, এই মামলার বিচারকাজ কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের সংলগ্ন অস্থায়ী আদালত ভবনে অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত