ঢাকা, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন: গণছুটি অব্যাহত থাকবে

২০২৫ সেপ্টেম্বর ১০ ২০:২৬:৪০

পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন: গণছুটি অব্যাহত থাকবে

বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন জানিয়েছে, চার দফা দাবির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের পূর্বঘোষিত গণছুটি কর্মসূচি অব্যাহত থাকবে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সংগঠনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, পল্লী বিদ্যুৎ সমিতিগুলো ৩১ আগস্ট থেকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছে। পরবর্তী ৪৮ ঘণ্টার সময়ে সমস্যা সমাধান না হওয়ায় ৭ সেপ্টেম্বর থেকে ঘোষিত গণছুটি কর্মসূচি আজ চতুর্থ দিনে প্রবেশ করেছে। বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

সংগঠনটি অভিযোগ করেছে, আরইবি-পিবিএস বিদ্যমান সংকট নিরসনে বারবার অনুরোধ করা সত্ত্বেও বিদ্যুৎ বিভাগ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। বরং গত ৯ সেপ্টেম্বর বিদ্যুৎ বিভাগের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে দমন-পীড়নের চেষ্টা করা হয়েছে, যা সমিতির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ ও অস্থিরতা সৃষ্টি করেছে।

বার্তায় আরও বলা হয়, কর্মপরিবেশে নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় আগামী ১১ সেপ্টেম্বরও কর্মীরা স্টেশনে উপস্থিত না থেকে গণছুটি কর্মসূচি অব্যাহত রাখবেন। জনভোগান্তি কমাতে থাকা সত্ত্বেও লাইন ক্রুরা গ্রাহক সেবা সচল রাখার চেষ্টা করেছেন। তবে বিদ্যুৎ বিভাগ ও আরইবি কর্তৃক জোরপূর্বক কাজে বাধ্য করার কারণে জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির একজন লাইন টেকনিশিয়ান এইচটি লাইনে তড়িতাহত হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

সংগঠন আশ্বস্ত করেছে, আরইবি নিজস্ব ব্যবস্থাপনায় বিদ্যুৎ সরবরাহ চালু রাখার দায়িত্ব নেওয়ায় সমিতির কারিগরি কর্মকর্তা-কর্মচারীরা সর্বাত্মকভাবে গণছুটি কর্মসূচি পালন করবেন। কোথাও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হলে দায় দায়িত্ব পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে বহন করতে হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত