ঢাকা, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২
ডাকসু নিয়ে পোস্ট, ওসির বিরুদ্ধে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদকঃ ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. মোজাফফর হোসেনকে তার পদ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ডাকসু নির্বাচন নিয়ে একটি পোস্ট দেওয়ার পর তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, নাসিরনগর থানার সাবেক ওসি মো. আজহারুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার নতুন ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ওসি মোজাফফর হোসেনের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করা হয়। পোস্টে লেখা ছিল, ‘মেধাবীদের জন্য শুভ কামনা। শুভ কামনা রইল ২১, ১৭, ০৮।’ এই পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া আসতে থাকে।
জানা গেছে, ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি, জিএস ও এজিএস প্রার্থীরা যথাক্রমে ২১, ১৭ এবং ৮ নম্বর ব্যালটে ছিলেন। একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত আইডি থেকে এমন রাজনৈতিক পোস্ট আসায় অনেকেই এর সমালোচনা করেন। পোস্টটি সোমবার দিবাগত রাত ২টায় করা হয়েছিল।
তবে মঙ্গলবার সকালে ওসি এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে তিনি দাবি করেন, তার ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে এবং কোনো দুর্বৃত্ত উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই পোস্ট দিয়েছে। তিনি বলেন, 'আমি আমার ব্যক্তিগত ফেসবুক আইডি কে বা কারা উদ্দেশ্য প্রণোদিতভাবে হ্যাক করত: একটি রাজনৈতিক পোস্ট করেছে। বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া স্ক্রিন শর্টে দেখা যায় যে, বেগুনি রংয়ের ব্যাক গ্রাউন্ডে শুভ কামনা ২১, ১৭, ০৮, লেখা পোস্ট প্রচার হচ্ছে। বিষয়টি আমি তাৎক্ষনিক পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)-কে অবগত করি।'
তিনি আরও উল্লেখ করেন যে, তিনি পরবর্তীতে তার আইডিতে পোস্টটি দেখতে পাননি। পরে তিনি সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করে সরকারি আইডি থেকে একটি পোস্ট দেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা আটকে রেখেছে ম্যারিকো
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প