ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

মির্জা আব্বাস গুলশানে নাকি ঢাবিতে জানালেন সোহেল

২০২৫ সেপ্টেম্বর ০৯ ২০:১৬:৩৪

মির্জা আব্বাস গুলশানে নাকি ঢাবিতে জানালেন সোহেল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের শান্তিপূর্ণ ভোটগ্রহণের পরও কিছু সময় উত্তেজনা ছড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ঢাবি ক্যাম্পাসে উপস্থিত হয়েছেন।

তবে তার ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান সোহেল জানিয়েছেন, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে মির্জা আব্বাস গুলশানে অবস্থান করছেন এবং সন্ধ্যা ৭টা পর্যন্ত একই স্থানে রয়েছেন। তিনি বলেন, আমরা বেলা ১১টার দিকে গুলশানে এসেছি। এখনো এখানেই আছি। ব্যাংকের একটি জরুরি মিটিং ছিল, রাতের স্থায়ী কমিটির বৈঠকেও যোগ দেবেন।

মির্জা আব্বাসের ঢাবিতে উপস্থিতির বিষয়টি নিশ্চিত করতে গিয়ে সোহেল জানান, ইউটিউবে একটি ভিডিওতে এমন খবর দেখা গেছে, এবং স্যার নিজেও এটি দেখেছেন। গুজবটি কারা এবং কেন ছড়িয়েছে, তা তিনি নির্দিষ্ট করে বলতে পারেননি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত