ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

ভাঙ্গা উপজেলায় মহাসড়ক অবরোধ, ২৩ কিলোমিটার যানজট

২০২৫ সেপ্টেম্বর ০৯ ১৩:১৯:০৮

ভাঙ্গা উপজেলায় মহাসড়ক অবরোধ, ২৩ কিলোমিটার যানজট

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার বিরুদ্ধে ভাঙ্গায় আবারও মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টার দিকে শুরু হওয়া এই অবরোধে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে ব্যাপক যানজট তৈরি হয়েছে, যা দুই মহাসড়কের মিলিত দৈর্ঘ্যে অন্তত ২৩ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।

অবরোধকারীরা ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের পুকুরিয়া ও মাধবপুর বাসস্ট্যান্ড এবং ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ ও আলগীর সুয়াদী এলাকায় অবস্থান নিয়েছেন। তারা টায়ার জ্বালিয়ে, বাঁশ ও কাঠ ফেলে এবং ঘুমানোর চৌকি রাস্তায় রেখে অবরোধ তৈরি করেন।

ফলে ঢাকা-বরিশাল মহাসড়কের তালমার মোড় থেকে পুকুরিয়া ১২ কিলোমিটার, ভাঙ্গা দক্ষিণ পাড় থেকে টেকেরহাট তিন কিলোমিটার, এবং ঢাকা-খুলনা মহাসড়কের মিলিগ্রাম থেকে ভাঙ্গা ছয় কিলোমিটার ও সুয়াদী থেকে জয় বাংলা মোড় দুই কিলোমিটার এলাকায় যানজট দেখা দেয়। এতে শত শত যাত্রীবাহী বাস, ট্রাক ও ব্যক্তিগত যানবাহন আটকা পড়ে।

অবরোধ চলাকালে এলাকাবাসী দাবি করেন, “ভাঙ্গাকে কোনোভাবেই বিভক্ত করা হবে না। আমরা ভাঙ্গার মানুষ, ভাঙ্গাতেই থাকতে চাই।” ফরিদপুর শহর থেকে ভাঙ্গায় আসা শিক্ষক শারমিন আক্তার জানান, “বাসে তালমার মোড়ে নামানো হয়েছে, সেখান থেকে স্কুলে পৌঁছতে আমাকে হেঁটে যেতে হচ্ছে। তবে ভাঙ্গাবাসীর যৌক্তিক দাবিকে সমর্থন করি।”

ভাঙ্গা থানার পুলিশ ও হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। তবে বিপুলসংখ্যক অবরোধকারীর কারণে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, “মহাসড়ক সবদিক দিয়ে আটকে যাওয়ায় চারদিকে যানজট সৃষ্টি হয়েছে। পুলিশের গাড়ি সরানোও ঝামেলাপূর্ণ হয়ে গেছে। আমরা চেষ্টা করছি পরিস্থিতি স্বাভাবিক করতে, তবে অবরোধকারীদের বুঝিয়ে কোনো লাভ হচ্ছে না।”

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন প্রকাশিত গেজেটে ফরিদপুর-৪ আসনের আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে নগরকান্দা ও সালথা নিয়ে গঠিত ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত