ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২
জনপ্রশাসন সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল
ডুয়া ডেস্ক: জনপ্রশাসন সংস্থার কমিশনের মেয়াদ আরও ১৬ দিন বাড়ানো হয়েছে। যা এখন ৩১ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।
রোববার (১২ জানুয়ারি) কমিশন প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরীর স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এই তথ্য তুলে ধরা হয়েছে। এ চিঠিটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে প্রেরণ করা হয়েছে এবং মন্ত্রিপরিষদ সচিবকে এর একটি অনুলিপি দেওয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, জুলাই বিপ্লবের পরে জনগণের জন্য একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, দক্ষ এবং নিরপেক্ষ জনপ্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে গত ৯ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়। কমিশনকে তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল।
কমিশন জনগণের প্রত্যাশা বুঝতে এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির জন্য ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগসহ ৬টি জেলা ও ৪টি উপজেলার অংশীদারদের সঙ্গে মতবিনিময় করেছে। এ পর্যন্ত কমিশন ২০টির বেশি সভা ইতোমধ্যেই সম্পন্ন করেছে এবং চূড়ান্ত প্রতিবেদন তৈরির আগে খসড়া সুপারিশগুলো পর্যালোচনা করছে।
লক্ষাধিক ব্যক্তি জনপ্রশাসন সংস্কার বিষয়ে অনলাইন মতামত দিয়েছেন এবং নাগরিক পরিষেবার বিষয়ে তাদের অভিমতও উঠে এসেছে যা এখনো প্রক্রিয়াধীন। কমিশনের সদস্যরা ৬ থেকে ৭ জানুয়ারিতে কুমিল্লা ও চাঁদপুর জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছেন যা কমিশনের সুপারিশে অন্তর্ভুক্ত করার কার্যক্রম চলমান রয়েছে।
উল্লেখ্য যে, জনপ্রশাসন সংস্কার কমিশনের মেয়াদ ইতোমধ্যেই একবার বাড়ানো হয়েছিল এবং পূর্বে নির্ধারিত মেয়াদ ১৫ জানুয়ারি শেষ হওয়ার কথা ছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ