ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি

২০২৫ সেপ্টেম্বর ০৯ ০৯:১৫:৩১

অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও ভারতের অভিন্ন নদীগুলোর পানি বণ্টন ও ব্যবস্থাপনা নিয়ে আজ নয়াদিল্লিতে বসছে যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক। এতে দুই দেশের প্রতিনিধি দল অংশ নিচ্ছে।

বাংলাদেশের পক্ষ থেকে জেআরসির সদস্য ড. মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে ১০ সদস্যের কারিগরি প্রতিনিধি দল ইতোমধ্যে দিল্লি পৌঁছেছে। বৈঠকে পদ্মার পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন ছাড়াও ধরলা, দুধকুমার, গোমতী, খোয়াই, মনু ও মুহুরীসহ ১৪টি নদীর পানি বণ্টন নিয়ে আলোচনা হবে। এ বিষয়ে বাংলাদেশ চায়— দুই দেশ আন্তর্জাতিক আইন মেনে অভিন্ন নদীর পানি ব্যবহার করুক।

১৯৭২ সালের মার্চে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ের যৌথ ঘোষণার মাধ্যমে জেআরসি গঠিত হয়। এর উদ্দেশ্যের মধ্যে রয়েছে দুই দেশের বিশেষজ্ঞ সমন্বয়ে অভিন্ন নদীর জরিপ পরিচালনা, বন্যা নিয়ন্ত্রণ ও পূর্বাভাস ব্যবস্থা প্রণয়ন, সেচ প্রকল্পে সমীক্ষা এবং পানি সম্পদের ন্যায্য ব্যবহার নিশ্চিত করা।

পদ্মা নদীর পানিবণ্টন চুক্তি বাস্তবায়নের জন্য ১৯৯৬ সালে সিদ্ধান্ত হয় যে কমিটি বছরে তিনবার বৈঠক করবে। এর ধারাবাহিকতায় গত ২৯ বছরে মোট ৮৭টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। করোনা মহামারির সময় এগুলো ভার্চুয়ালি সম্পন্ন হয়েছিল।

আজকের বৈঠকটি হচ্ছে যৌথ নদী কমিশনের ৮৮তম বৈঠক। চলতি বছরের এটি তৃতীয় বৈঠক। এর আগে মার্চে কলকাতা ও মে মাসে ঢাকায় বৈঠক হয়েছিল। বর্তমানে বাংলাদেশ-ভারতের মধ্যে মোট ৫৪টি অভিন্ন নদী রয়েছে।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত